সকলের পরিচয় কীভাবে পাবেন...


সকলের পরিচয় কীভাবে পাবেন... আমরা সকলে মানসিকতা বা দৃষ্টিভঙ্গির দাস। এর বাইরে কিছু ...?

একটি সুসজ্জিত ঘরে অনেক নামী দামী জিনিস রয়েছে। ঘরের মালিক ঘরটি সম্পর্কে মতামত জানার জন্য অনেককে আমন্ত্রণ জানালেন। 


আমন্ত্রিত ব্যক্তিদের তিনি শর্ত দিলেন এক, এক জন ভিন্ন ভিন্ন সময়ে ঘরে প্রবেশ করবেন এবং তাদের নিজস্ব মতামত লিপিবদ্ধ করবেন ঘরের মধ্যে রাখা একটি ডাইরিতে। 


নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট  সময় অনুযায়ী আমন্ত্রিত ব্যক্তিরা একে একে সেই ঘরে প্রবেশ করলেন এবং তাদের মতামত সেই ডাইরিতে লিপিবদ্ধ করলেন।


প্রথম ব্যক্তি:  

প্রথমে একজন সাধু সেখানে প্রবেশ করলেন। সুসজ্জিত কক্ষ দেখে তিনি অভিভূত হলেন এবং তিনি ডাইরিতে লিখলেন ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনি এই সুসজ্জিত কক্ষে আনন্দে দিন কাটান এবং আরো এরকম সুসজ্জিত কক্ষ আপনি বানিয়ে সকলকে আনন্দ প্রদান করুন।


দ্বিতীয় ব্যক্তি:

একজন ধোনি অর্থলোভী ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সুসজ্জিত কক্ষ দেখে আঁতকে  উঠলেন এবং তিনি লিখলেন ঘরের প্রতিটি কোণে রাখা সুন্দর জিনিসগুলির দাম বা মূল্য কত আমি জানতে চাই। কেননা মূল্য অনুযায়ী জিনিসটা কত সুন্দর তা আমি বিচার করবো।


তৃতীয় ব্যক্তি :

তারপর সেই পক্ষে যে মৌলভী প্রবেশ করেলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন সেই ব্যক্তির আরো মঙ্গল হয়। তিনি যেন এই সুসজ্জিত কক্ষে সুখে জীবন জাপান করতে পারেন।


চতুর্থ ব্যক্তি :

তারপর সেই ঘরে একজন কবি প্রবেশ করলেন। সুসজ্জিত কক্ষ তিনি অভিভূত হলেন এবং কাব্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে  কক্ষের বর্ণনা করে লিখলেন  হে ঈশ্বর তুমি কক্ষটিকে একটি প্রাণ দান করেছো। 


পঞ্চম ব্যক্তি:

তারপরে একজন নিন্দুক সেখানে প্রবেশ করলেন এবং তিনি কক্ষ দেখে অভিভূত হলেন না এবং বললেন যে সাজানো খুব একটা ভালো হয়নি শুধুমাত্র অর্থের অপচয়ই হয়েছে


শেষ ব্যক্তি:

তারপর সেই পক্ষে একজন চোর প্রবেশ করলো। সুসজ্জিত কক্ষ দেখার পরে তার প্রতিটি জিনিসের প্রতি খুব লোভ হল এবং সে ডাইরিতে লিখলো আমি অন্য কোন পথ খুঁজবো, চোরা পথে এসে এই জিনিসগুলো চুরি করে নিয়ে যাবো এবং বাজারে বিক্রিয় করে আমি অনেক অর্থ পাবো।


   ***যার যেরকম মানসিকতা যার যেরকম দৃষ্টিভঙ্গি তার মতামত বা মনের ভাব তেমনভাবেই প্রকাশ পাবে। 

   আপনি আপনার দৃষ্টিভঙ্গি বা মানসিকতার পরিচয় দেবেন আপনার মতামতের মধ্য দিয়ে। আপনার মতামত দৃষ্টিভঙ্গি  সহজাত। দৃষ্টিভঙ্গি বা মানসিকতার পরিবর্তন করা সাধনার বিষয়।


কলমে: 

সনাতন ঘোষ


(English Centre 

By: Sonatan Ghosh 

Director of English Centre and English World International 

Awards from

India, Nigeria, Indonesia, London (United Kingdom) and Royal Certificate from Africa)


Comments

Popular posts from this blog

**মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তুমি একজন বিমান যাত্রী।*

আমাদের আঁইশমালী গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায়শই আসতেন।