ইংলিশ সেন্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা
Dr.T.P. Sasikumar, Hyderabad, India,
Former ISRO SCIENTIST
My beloved brother Sonatan Ghosh :
It is very recent that I got your contact and we initiated communication. You were kind to invite me to be part of celebrating the 25th anniversary of your English Centre with your students on 5th January 2022. I am impressed by the commitment and all alone persuasion in serving the small community around you in the past 25 years.
I enjoyed interacting with your students. It is nice to see your students who were with you as school students are postgraduates, that too in English are in the profession of teaching. Glad to see the English communication and a bit of curiosity in a planned session which is much beyond my expectations as most of the common students around in India lack this ability, that too from a non-cosmopolitan city like yours.
I believe our communication is initiated after you contacted me after meeting me as a speaker at a seminar you attended. It is sad to see any of your students communicated after the interaction, showing the networking initiative of your folks is too less. This cultural gap needs to be fused for the children to make their sky with their wings. I am working towards making the youth of today more open in networking as the first step of improving communication and wider knowledge sharing.
Glad to learn that you are planning to publish a book on 25th-year celebration describing your journey. I wish to place in the record my word of appreciation and your initiative and wish you a longer brighter journey.
Regards and Prayers
DrTPS, Hyderabad, India
Prof. Dr. Elizabeth Lucas-Afolalu
YES YOU CAN INTERNATIONAL YES YOU CAN INTERNATIONAL
Studio 210134-146, Curtain Road, London EC2A 3AR
Email: elizabeth.lucas@ymail.com / elizabeth.lucas49@gmail.com
Contact: +447931988802 / Website: www.yesyoucaninternational.com
27th of September 2023.
English Centre,
India.
Dear Mr. Sonatan Ghosh, English Centre Anniversary Congratulations Congratulations on the 25th anniversary of your "English Centre"! Your dedication to removing the fear of English and providing quality education has transformed the lives of thousands. It's an honor to acknowledge this milestone, and we look forward to your upcoming blog and future successes. I have no doubt it will continue to be a source of educational excellence and inspiration. Your great journey exemplifies the transformative power of education and unwavering dedication to a noble cause. Congratulations once again on this significant milestone.
Best regards,
Prof. Dr. Elizabeth Lucas-Afolalu Founder/CEO Y.Y.C.I TV YES YOU CAN
UTTAM KUMAR BISWAS
সত্যিই অবাক করার মতো বিষয়, একটানা ২৫বছর ইংরাজির মতো বিষয় অত্যন্ত সুনামের সঙ্গে পড়িয়ে যাওয়াটা একটা মুখের কথা নয়, এটা একটা সাধনা, একটা গবেষণাও বটে। সুনাম শুধু এলাকায় নয় ছড়িয়ে পড়েছে দিকদিগন্তব্যাপি, এটা শুধু তোমার গর্ব নয়, আমাদেরও। এই ২৫বছরে তোমার নিরোলোশ প্রচেষ্টায় লাখো ছাএছাএীদের মন ছুঁয়ে গেছে, তাদের প্রতিষ্ঠা দিয়েছে। আমার স্কুলেরও সুনাম দিয়েছো, বেশ কিছু দিন আমার স্কুলের পাঠদানও করেছো, এজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমার ইংরাজি grammar আজ আন্তর্জাতিক সন্মান এনে দিয়েছে, এটা কি কম কথা? আমিও গর্বিত তোমার শিক্ষক হিসাবে, আশির্বাদ জানাই তুমি আরো ২৫বছর ঠিক এইভাবেই ইংরাজি পাঠদান চালিয়ে যাও, ৫০বছর হয়তো আমি দেখতে পারবোনা, তবে ২৫বছর উদযাপন নিশ্চয়ই উপস্থিত থাকতেপারবো এই আশা রাখছি।
সমির দত্ত
একটা বিপ্লবের প্রয়োজন ছিল
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
ছাত্র-ছাত্রী স্টার পেয়েছে অথচ ইংরেজিতে ব্যাক। দূর-দূরান্তে আমাদের এলাকার ছাত্র-ছাত্রীদের ইংরেজি পড়তে যেতে হতো। অথচ পরীক্ষা শেষে রেজাল্ট দেখা যেত ইংরেজিতে ব্যাক। খুবখারাপ লাগত। এই শূন্যতা দীর্ঘদিন ছিল। তারপর তুমি যখন ইংরাজী পড়ানো শুরু করলে তখন থেকেই ছাত্র-ছাত্রীর রেজাল্টের পরিবর্তন ঘটল। ইংরেজি ভীতি দূর হলো। এখন তা বলার অবকাশ রাখেনা। তোমার শাসন এবং ভালোবাসা ইংরেজির সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। "একটা বিপ্লবের প্রয়োজন ছিল!"
আজ তুমি
স্বমহিমায় প্রতিষ্ঠিত। দেশ-বিদেশে তোমার নাম উচ্চারিত। তোমার শিক্ষায় ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন প্রতিষ্ঠানে
উচ্চমর্যাদায় প্রতিষ্ঠিত। এমনটা কয়জন
পারেবল!
আজ
তুমি স্বমহিমায় প্রতিষ্ঠিত। দেশ-বিদেশে তোমার নাম উচ্চারিত। তোমার
শিক্ষায় ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চমর্যাদায় প্রতিষ্ঠিত।
এমনটা কয়জন পারেবল!
তোমার ব্যক্তিত্ব ও কর্মপন্থা আমায় আপ্লুত করে। সর্বদা ভালো থেকো। ভালোবাসা রইলো।
জয়নাল আবেদীন মণ্ডল
আমার প্রিয় শিক্ষক মাননীয় সনাতন ঘোষমহাশয়এর শিক্ষকতা জীবনের পঁচিশবছর পূর্তি উপলক্ষে, আমার কাঁচাহাতের
লেখা একটি কবিতা তাকে উৎসর্গ করলাম....
আদর্শ শিক্ষক
তুমি অক্ষয় বটবৃক্ষ,
তুমি নয়নের মনি।
তুমি আশার আলো,
তুমি আনন্দের খনি।
তুমি শিক্ষা বিতরণকারী,
তুমি মানুষ গড়ার কারিগর।
তুমি দেশ-বিদেশের পুরস্কার বিজয়ী,
তুমিচিরউন্নতশির।
তুমি অজ্ঞানের বন্ধু,
তুমি জ্ঞানের আলোর পথ।
তুমি চেতনার উন্মেষ,
তুমি সব অন্ধকার করো নিঃশেষ।
তুমি সততার পথিক,
তুমি অসৎ কর্মের বাঁধা।
তুমি দিয়েছো পঁচিশ বৎসর শিক্ষার বাণী,
মোর প্রতিষ্ঠিত জীবনে তোমারই অবদান।
তোমার শিক্ষায় আমি লালন,
তোমার উপদেশ করব পালন।
হে প্রিয় শিক্ষক,
তোমাকে শতকোটি প্রণাম.....
তোমার স্নেহধন্য ছাত্র
জয়নাল আবেদীন মণ্ডল ( ০৫/০১/২০২২)
Tapan Biswas, শিক্ষক
লিঙ্কে ক্লিক করে যে জগতে প্রবেশ করলাম সে জগৎ কিছুটা সময়ের জন্য 'নস্টালজিক' করে তুললো। দেখতে পেলাম- জ্ঞাত -অজ্ঞাত অনুপ্রেরণামূলক জীবন কাহিনীর স্বপ্নকে সাকার করতে ডারউইনের 'স্ট্রাগল ফর এক্সিসটেন্স ' মতবাদকে সঙ্গে নিয়ে চলতে চলতে কিভাবে একক লড়াইয়ের মাধ্যমে সমাজে নিজস্ব চিন্তাধারার সার্থক রূপদান করে নিজেকে অনুস্মরণীয় করে তোলা যায়।'ইংলিশ সেন্টার ' যে উদ্যেশ্যে যাত্রা শুরু করেছিল তার চলার পথের সমস্ত চড়াই - উৎরাই পেরিয়ে আজ স্বমহিমায় সমাজে ও সমস্ত ছাত্র - ছাত্রীদের কাছে নিজস্ব স্বাক্ষর রেখে তার 'রজত জয়ন্তী' বর্ষ উদযাপনের জন্য পাখনা প্রসারিত করে ধরেছে। এই প্রসারিত পাখনার শিক্ষণীয় পরিবেশে আগামী প্রজন্মের শিক্ষাথীরাও তাদের লক্ষ্যপূরণে সাফল্য লাভ করবে।' ইংলিশ সেন্টার ' তার সুপ্রতিষ্ঠাতার হাত ধরেই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি নিয়ে এগিয়ে চলুক আর আমাদেরকে নতুন জীবন সংগ্রামের অনুপ্রেরণামূলক কাহিনীতে সামিল করুক।" Success consists of going from failure to failure without loss of enthusiasm."🙏🙏🙏
আজ আমাদের কাছে সত্যিই আনন্দের দিন কারণ আমাদের অন্যতম প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আজ 25 তম বর্ষপূর্তি। অনেক অনেক অভিনন্দন রইল কাকু তোমাকে।
আমার জীবনে এই শিক্ষা প্রতিষ্ঠান অবদান :-
তখন আমি নবম শ্রেণীতে। অন্যদের মতো আমারও ইংরেজি বিষয়ে ভীতিটা অনেকটাই বেশি। না পারছি সেন্টেন্স তৈরি করতে না জানছি প্রপার উচ্চারণ। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে ক্রমাগত আমি ট্রানসলেশন এবং উচ্চারণ শিখি। আমাকে বড় বড় জায়গায় নিজেকে উপস্থাপন করার একটা অনুপ্রেরণা দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। সংক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে বলাটা অসম্ভব। তবে এটুকু বলব যেদিন কাকুর কাছে পরা থাকতো সেদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সমস্ত বন্ধুরা কাকু নোট মুখস্থ করত।
আজও ঠিক সমান ভাবে কাকুর কাছ থেকে আমি সাহায্য পাচ্ছি। যেকোনো সমস্যা সাথে সাথে আমায় সমাধান করে দেন। তাই আমি এই শিক্ষা প্রতিষ্ঠান আরো যাতে এগিয়ে যায় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।
Arnab Ghosh
তখন ক্লাস এইটে পড়ি। অন্যান্য বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও, ইংলিশ কঠিনই লাগতো, বিশেষ করে গ্রামার পার্ট। কোনো
একদিন স্কুলের ইংলিশ ক্লাস চলাকালীন এক মাষ্টারমশাই random কিছু phrasal
verbs solve করতে দেন। বিষয় বস্তু কিছুই বুঝতে না পেরে frustrated hoye
গিয়েছিলাম, তাই একটাও খাতায় টুকিনি। সেটা আমাদের ওই স্যারের চোখে পরে এবং
তিনি রীতিমত আমাকে পিটুনি দেন। সেইদিন খুব খারাপ লেগেছিলো যে, ক্লাসে মার
খেলাম! যারা ওনার কাছে পড়তো তারা টিউশনে ওগুলো করেছিল, সেই কারণে তারা ওগুলো করতে পেরেছিল।
সেইদিন
ঠিক করি ইংলিশ শিখতেই হবে। তখনো তোমার কথা জানিনা। আমার এক বন্ধু সৌরভ ঘোষ
আমাদের গ্রাম থেকে প্রথম তোমার কাছে পড়তে যায়, ও তখন ক্লাস 11 এ পড়ে আর
আমি 9 এ। ওর মাধ্যমে তোমার সন্ধান পাই।
শনিবার সকাল 9 টা, সেই ছিল প্রথম পড়ার দিন।
প্রথম দিন থেকে তোমার লাঠিকে যেমন ভয় পেতাম, তেমনি তোমার কথা গুলোকে ভরসা করতাম দাদা।
আমি
ধরেই নিয়েছিলাম, তুমি যা পড়াবা সেটাতেই আমার সব হবে। ফাদার অব টেন্স বাদ
দিয়ে কোনো গ্রামার বই পড়িনি আমি আর সব থেকে ভালো লেগেছিলো যখন ক্লাস 9 এর
বাৎসরিক পরীক্ষায় ইংলিশে highest marks পেলাম।
তুমি ছিলে বলেই আজকে এই বিশাল বিষয়টার প্রতি ভালোবাসা জন্মেছিল।
আমাদের
মত গ্রাম্য এলাকার মত ছাত্র ছাত্রীদের জন্য , সেই ছাত্র ছাত্রী যাদের
অধিকাংশই কৃষক,দিনমজুর পরিবারের তাদের জন্য গত 25 বছর ধরে বট বৃক্ষের মত
দাঁড়িয়ে আছো তুমি আর ইংলিশ সেন্টার।
তোমার অবদান গুলো কে কয়েক লাইনে ব্যাখ্যা করা সম্ভবপর নয়।
কারণ , Words can describe events not emotions.......
The emotion you have for the growth and development of students from rural region is beyond any compliments.
You
make us believe that in life anything can be achieved by determination
and dedication..... The line,, " be serious and get ready" is a strong
source of inspiration. This line means that we can always start fresh
from beginning.
You don't teach just a subject, rather you justify the ideal way to be followed by a student in every possible sphere of life.
I salute your greatness, generosity and dedication.
প্রণাম নিও দাদা।
অমিত বিশ্বাস, আঁইশমালী
আমার এই ২৩ বছরের ছোট্ট জীবনে সবথেকে প্রিয় শিক্ষক, দাদা তুমি (সনাতন ঘোষ)। English subject সম্পর্কে একটা ভয় এটা তুমি দূর করিয়েছো। দাদা, তুমি শিখিয়েছো English subject কতটা সহজ & মজাদার হতে পারে। দাদা, তুমি শুধুমাত্র একজন শিক্ষক ই নয়, একজন বন্ধু, একজন পথ প্রদর্শক। তোমার থেকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সততা,নৈতিকতা ও মূল্যবোধের যে শিক্ষা অর্জন করেছি তা জীবনের বাকি দিনগুলোতে বহন করব। দাদা, তুমি আমার ldeal. দাদা ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই তোমার জ্ঞানের আলো দিয়ে সকল শিক্ষার্থীকে ভরিয়ে তোলো, এই শুভকামনা রইল। আর ENGLISH CENTRE এর পরবর্তী 50,100...বছর সকলে মিলে পালন করতে পারি।
Aktar Hossain
Aritra
First
of all congratulations to our beloved dada for this marvelous 25 years.
I know that you would rather be in your classroom right now, teaching
your students in person and watching them grow Day-by- day. Thinking
about their bright future's of your student.
I've decided to write
you a small message, thanking you for all your help and guidance. Thank
you sir, for doing your best for students and for being flexible in the
unprecedented situations. I am forever grateful for you to have so much
faith on me . Thank you sir, for giving extra efforts and the challenges
you encourage us to face to help us become who we are today.
You are not only our teacher, you are our friend, authority, guide and 2nd parent as well, all rolled into one person .
I
still remember when I started my journey of English with you in class
9. Your scolding made a huge difference. At first we all thought you
were very strict and always scold us, but day by day when we promoted to
higher secondary we came to realize why you scolded us, why you were so
strict, we came to know the actual and real intentions and love behind
your scolding. you always wanted us to pass with bright colours and
have bright future , you always used to seperate our friend circle so
that we can become determined and focused in our class.
Now when I
think about those days my eyes feel with tears and my respect for you
touches the sky . Today I am here just because of you sir. You always
guided us like a evening/guide start .
The journey of 5 years with you was really grateful and nostalgic and i hope our relation will go on like this.
Arnab Muhuri কামালপুর
তোমার শাসন টা ভীষণ ভাবে মিস করি এখন। ভালো থেকো দাদা। আগামী দিনগুলো তোমার খুব ভালো কাটুক, দাদা।
অতনু সমাজদার, এরুলি
প্রথমত
তুমি আমার প্রনাম আর ভালোবাসা নাও দাদা, তোমার কাছে দীর্ঘ ৫ বছর
পড়েছি। তোমার তরফ থেকে আমার জীবনে অনেক সুন্দর স্মৃতি আর আনন্দের মুহূর্ত
আছে।তুমি আমার কিম্বা আমাদের মতন শিক্ষার্থীদের কাছে শুধু শিক্ষক না, তুমি
একজন বন্ধু ম্যাটেরিয়াল।তুমি একজন এমন শিক্ষক যার কাছে আমরা
স্বতঃস্ফূর্তভাবে ইংলিশ পড়েছি এবং তোমার জন্যই উচ্চ মাধ্যমিক এ ৮০পেয়েছি।
এইসব কিছুর জন্য অনেক ধন্যবাদ, সব সময়ে পাশে আছি, LOVE YOU DADA GOD BLESS
YOU LOVE FROM ATANU
আমি এবং আমরা গর্বিত তোমাকে নিয়ে।
Arundhuti ,
ইংলিশ
সেন্টারের 25 বছর পূর্ণ হওয়ায় তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দাদা। ইংলিশ এ
আমি যেটুকু শিখতে পেরেছি , বিশেষ করে গ্রামার বিষয়টা তা তোমারই দৌলতে।
আশাকরি ভবিষ্যতেও তুমি আমাদের বেচের সবাইকে মনেরাখবে এবং তোমার guidance
দেবে। নতুন বছরে তোমার সুস্থতা কামনা করছি।তোমার ইংলিশ সেন্টারের আরও
উন্নতি কামনা করছি। Thank you
AVIJIT MATIKUMRA
দাদা আমি মাটিকুমরা থেকে বলছি তোমার কাছে যে দুতিন মাস পড়েছি।।।আমি অনেকটাই শিখতে পেরেছি যদি আরো কয়েক বছর চালাতে পারতাম তাহলে আমি সিওর ইংলিশে আমার কোন সমস্যা থাকতো না।।।দাদা প্রণাম নিও।।। তুমি আমার আইডল।। ভালো থেকো সুস্থ থেকো আর করণাবিধী মেনে চলো দাদা🙏🏾🙏🏾🙏🏾অনেক অনেক শুভকামনা রইল দাদা তোমার জন্য😊
ANURADHA BALA (Nimijhimi)
প্রিয় দাদা❤️
ANNAPURNA SAMAJDAR
BAPPA BISWAS
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
BIPASA BISWAS
তাই আমার চোখে তুমি অত্যন্ত শ্রদ্ধেয় এক শিক্ষক কাকু🙏🏻🙏🏻।।
একজন শিক্ষকের জীবনে যেমন সবাই প্রিয় ছাত্র- ছাএী হয়ে উঠতে পারেনা,তেমনি একটি ছাএ-ছাএীর জীবনেও সবাই ভালো শিক্ষক হয়ে উঠতে পারে না 🤗😇_ আমার বক্তব্য এখানেই শেষ করছি..
যাক তবে শুরুটা করেই ফেলি 🙂.....২০২২ সালের ৫ই জানুয়ারি শ্রী সনাতন ঘোষ অর্থাৎ আমাদের সবার প্রিয় দাদা'র " ইংলিশ সেন্টার ২৫ বছর " সম্পূর্ন করেছে। দাদার এই সেন্টার ২৫ বছর পূর্তি উপলক্ষে দাদাকে নিয়ে আমি কিছু লেখার সুযোগ পাবো কখনই ভাবতে পারিনি। তোমার স্টুডেন্ট হিসাবে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া।দাদা তোমার এই ইংলিশ সেন্টারের 25 বছর যাত্রাকালে মাত্র কয়েক দিনের সামিল হতে পেরেছি।একাদশ শ্রেণীতে পড়াকালীন তোমার কাছে পড়তে আসা।মাত্র দু'বছর যা ২৫ বছরের তুলনায় অনেক কম কিন্তু আমার কাছে এটা অনেক বেশি। এই দু'বছরে তোমার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি।
আমি বরাবরই ইংলিশ এ দুর্বল ছিলাম।Math,Science
- সহ অন্যান্য সকল subject -এ মোটামুটি ভালো পারলেও ইংলিশকে কখন ও আয়ত্বে আনতে পারিনি। মনের মধ্যে সবসময় একটা ভয় থাকত ইংলিশ নিয়ে — "পাস করতে পারবো তো !" অবশেষে সেই ভয় টাও কাটিয়ে উঠি তোমার সানিধ্যে আসে। সব দুর্বলতা কেটে যাই । সমস্ত ভয় ভীতির অবসান ঘটে। এরপর একসময় আমি উচ্চমাধ্যমিক এর exam দিই। অবশেষে result out হয়। এবারে আমি অন্যান্য সকল্ বিষয়ের মত ইংলিশে ও ভালো result করি।🥲🙃
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই "SPHS " স্কুলকে এবং ঐ স্কুলে র তৎকালীন প্রধান শিক্ষক মহাশয়কে, ঐ স্কুলে পড়ার সুযোগ দেওয়ার জন্য। "SPHS " স্কুলে আমি একাদশ শ্রেণীতে ভর্তি হই। ঐ স্কুলে না পড়লে হয়তো তোমার মতো এত ভালো একজন Tuition Teacher -এর কাছে পড়ার সুযোগ টাই পেতাম না। 🙂দাদা তুমি ভালো-মন্দ সকলকেই একসাথে নিয়ে চলো। সবাইকে সমান গুরুত্ব দাও এটা খুবই ভালো যা আমাদের সবারই ভালো লাগে।
দাদা তোমার কাছে পড়তে যেতাম অনেক ভয়😳 নিয়ে।ভয়টা ছিল আসলে লাঠির যেটা সবাই ই পেতো ....... 😁😃 তবে অনেক ভরসা ও ছিল —"দাদার কাছে পড়তে যাওয়া মানে পাস আর পা স মানেই ভালো result ।"
দাদা তোমার লাঠিটাকে আমরা ভয় পেতাম অবশ্য তবে আমাদের কোনো রাগ বা অভিযোগ না ছিল না আছে।
দাদা তুমি আমাদের গুরুজন তোমাকে শতকোটি প্রণাম জানাই 🌼🌸🙏🏻🧎♀️.......... দাদা যেভাবে ২৫বছর সম্পূর্ণ হলো ছাত্রছাত্রী দের কে নিয়ে তোমার এই পথ চলার এভাবেই যেন চলতে থাকে। ভগবান এর কাছে এটাই প্রার্থনা করি তোমার এই পথ চলা যেন সুদীর্ঘ দিনের হয়।🙌🏻👏🏻
আমি ইংলিশ এ খুব কমজোর ছিলাম তোমার কাছে আমি পরে আমি অনেক কিছু শিখেছি....অনেক মার খেয়েছি...যেটুকু শিখেছি তোমার কাছে দাদা...তুমি এমন ভাবে পড়াও...আর খুব ভালো থেকো...আমার জীবনে সবথেকে বেস৳ টিচার..I MISS U DADA
অনেক অনেক শুভেচ্ছা রইল কাকাবাবু।র কাছে অনেক কিছু শেখার বাকি আছে। তুমি আমার অনুপেরনা। প্রণাম নিও।
Dipa Banerjee
দাদা তোমার অবদান দুই লাইন এ বলা যাবে না । তোমার সাথে আমাদের দাদা বোনের সম্পর্ক অনেক করেছ তুমি আমাদের জন্য । এই ভাবেই পড়াও তুমি খুব ভালো থাক নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল দাদা । তোমার মতো শিক্ষক আগে কখনও পাইনি খুব খারাপ লেগেছিল যেদিন শেষ পড়া ছিল আমাদের । অনেক ভালবাসা রইল দাদা
Sorry for the delay ..দাদা আমার 5 তারিখ NET এর exam ছিলো আর 9 তারিখ SET এর exam আছে যে কারণে আমি এখন fb তে একটু কম active ...আজ 7 তারিখ ই বলছি .. wish you 25th silver jubilee.. । আমার জীবন গঠনের একটি অঙ্গ হিসাবে তোমাকে পেয়ে আমি ধন্য আমার college ও University এর সব বন্ধু-বান্ধবীদের তোমার কথা বলি, তোমার সব award আমি তাদেরকে দেখায় এবং তার সঙ্গে আমি নিজেও গর্বিত বোধ করি... Last of all thank you dada for this opportunity ...
Ekramul Houk Mondal
Execelent,,,. এই ভাবে আগামী দিন গুল এগিয়ে যাক এটাই আমরা চাই,,,এটা আমাদের অহংকার,,, thank you valo theko
GOUTAM SIKDER, ANISHMALI
GOLOK DUTTA
প্রথমেই দাদার প্রতি আমাদের সকলে কৃতজ্ঞ।। যে তিনি আমাদের দীর্ঘ 25 বছর ধরে একই ভাবে শিক্ষাদান করছে। আমি হয়তো দাদার কাছে বেশিদিন হয়নি পড়তে এসেছি। কিন্তু আমার দাদা দিদি দাদার কাছে পড়েছে। কিন্তু দাদা দিদিদের কাছে অনেক শুনেছি দাদা অনেক মারে। সেই ভয়ে আমি দাদার কাছে পড়তে যেতাম না। কিন্তু (২০২৩) সালে ক্লাস ১০ ওঠার পরে আমি দাদার কাছে পড়তে যায়। জীবনে একটা বড় পরীক্ষা দেব মাধ্যমিক সেই কারণে ভয় কাটিয়ে দাদার কাছে যায় যে ইংরেজি শিখতে হবে। কিন্তু পড়তে গিয়েও সেই মারে ভয়টা করত। সেই কারণে পড়তে গিয়ে বেশি কথা বলতাম না চুপচাপ থাকতাম। হঠাৎ একদিন দাদা বললো পড়াশোনা করতে হলে আগে ঠিক করে কথা ও প্রশ্ন করা শিখতে হবে লজ্জা বা ভয় পেলে চলবে না। আমি ভূত বা ভাল্লুক কিছুই নয়। এবং কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হতো তা হলে দাদা তাদের নিয়ে আলাদা করে আবার বুঝিয়ে দিত। আমি ক্লাস ১০ উঠে গিয়ে ছিলাম কিন্তু ইংরাজি ভালো পারতাম না। ইংরাজি নিয়ে আলাদা একটা ভয় ছিল পাশ করবো কি না। কিন্তু আস্তে আস্তে সেই ভয়টা চলে গেল। দাদা আর একটা কথাই বলতো যে তোমার প্রতিদিন এর পড়া প্রতিদিন করে না আসলে তোমরাই পিছিয়ে পড়বে আমার কিছু হবে না। সেটা তোমাদের নিজের বুঝতে হবে। কথা গুলো মধ্যে আলাদা একটা অনুভুতি ছিল। ভয় তো ছিলই আলাদা।।। তাই জন্য দাদার কাছে পড়া থাকলে দুই দিন আগে থেকে মনে পড়ে যেত যে ইংরেজি পড়া আছে। আর ঠিক বই নিয়ে বসে পড়তাম। আর বাড়ি থেকে মা বলতো কালকে ইংরাজি পড়া আছে মনে হয় বল। মা বুঝতে পারতো কবে ইংরেজি পড়া আছে কিনা আমার পড়তে বসা দেখে। আর মা একটা কথাই বলতো তোর ইংরাজি মাস্টার মতো যদি আর গুলো হতো তা হলে ভালো হতো তুই একদম সোজা হয়ে যেতি। আমার মায়ের প্রিয় মাস্টার হচ্ছে দাদা। ও দাদা কাছে একটা জিনিস চাই দাদা এই ভাবে আমাদের পাশে থাকুক। দাদা আমাদের পাশে থাকলে আলাদা একটা সাহস ও মনোবল পাই।
INDROJIT BISWAS
নমস্কার দাদা
শিক্ষা হলো জাতির মেরুদন্ড। আমাদের জীবনের প্রথম গুরুজন হলো পিতা-মাতা। আর তারপর হলো শিক্ষক।শিক্ষক হলো ছাত্রদের জীবন গড়ার কারিগর। ঈশ্বর হয়তো নিজে এসে শিক্ষা দিতে পারেনি তাই শিক্ষকদের পাঠিয়েছে। আপনি হলেন সেই ঈশ্বরের একটি রুপ। আপনার কোচিং ঘরটা হয়তো ছোট কিন্তু সেখান থেকে হাজারো ছেলে-মেয়ের ভবিষ্যৎ তৈরি হয়েছে। আমি হয়তো বেশি দিন যায়নি আপনার কাছে কিন্তু একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে আপনার প্রতি। আমি আপনার কাছে পড়তে পেরে নিজেকে গর্বিতো মনেকরি। আপনি আমার জন্য আর্শীবাদ করবেন যেন আমি আমার বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে পারি।ঈশ্বর আপনাকে যেন সুস্থ রাখে,
সব সময় খুশি রাখে। (মন থেকে লিখেছি ভুল হলে ক্ষমা করে দিবেন)
(𝓘𝓷𝓭𝓻𝓸𝓳𝓲𝓽𝓑𝓲𝓼𝔀𝓪𝓼)
Imdadulla, Gadpukuria
IBRAHIM HS 2022
At first I say congratulations dear kaku. May the almighty give you the opportunity to live long so that the light of education spreads everywhere and we get influenced of learning English. Having such a chance to learn from you, I am very happy. Your teaching style and methods have improved our courage in learning language and literature. I am damn sure that your name was embodied in the hearts of your old students, has been embodied in our hearts and will be embodied in the hearts of new generation.. Stay blessed, kaku. I pray to the almighty to give you the opportunity to celebrate ''50th year of English Centre''🤲🏻🤲🏻🤲🏻😇😇😇😇❤️❤️
Indrajit Das
এই যে English সেন্টারে,যেটি আমাদের প্রিয় দাদা নিজের সব টা দিয়া তৈরি করেছিল।আজ সেই English সেন্টার 25 বছর পূর্ণ হলো। আমি ছোট বেলা থেকে শুনতাম যে সনাতন ঘোষ নামে একজন টিউটর আছে, যে খুব মারে....।কিন্তু যখন সেই দাদার কাছে প্রথম প্রথম পড়তে গেলাম তখন বেশি কিছু বুঝতে পারছিলাম না....।কিন্তু 2-3 মাস পর বুজলাম যে English এই বিষয় টা বিষয়ে ছোটবেলা থেকে যে ভুল ধারণাগুলো ছিল সেটা সম্পূর্ণ ভুল।দাদা পড়ানোর মধ্যে অনেক সময় আমাকে বেশি কোথাও বলেছে,সেই সময় দাদার উপরে আমার খুব রাগ হতো,কিন্তু যখন বাড়ি গিয়ে সেটি ভাবতাম তখন বুঝতাম দাদা যেগুলো বলেছে সেগুলো একদম ঠিক। আমি নিজেকে খুব ভাগমান মনে করি,যে আমি তোমার আওতায় বড় হচ্ছি।Thank you দাদা আমাদের জন্য এত পরিশ্রম করার জন্য । শেষে এটুকু বলবো যে,তোমার আশীর্বাদে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারি।
Indrajit Malakar
ইংলিশ সেন্টারের ২৫বছর উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।আমার নাম ইন্দ্রজিৎ মালাকার।ইংলিশ সেন্টারের আজ ২৫বছর পূর্ন হলো ।আমি ২০২২সালে এই ইংলিশ সেন্টারে ভর্তি হয়েছিলাম।তখন আমি ক্লাস ৮এ পড়ি। ইংলিশ সেন্টারে ভর্তি হওয়ার আগে আমি গ্ৰামার পারতাম না। তখন থেকে আমি অনেক কিছু শিখেছি। ইংলিশ সেন্টার আমাকে অনেক কিছু দিয়েছে।এই ইংলিশ সেন্টারের শিক্ষক সনাতন ঘোষ দীর্ঘ ২৫বছর ধরে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছেন।স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের আমাদের সব সময় সঠিক পথে চলতে শিখিয়েছেন।আমি জানি আপনি এই ২৫বছর ধরে ছাত্র-ছাত্রীদের সঠিক পথে চলতে শিখিয়েছেন এবং আগামী দিনে ও আপনি ছাত্র-ছাত্রীদের এই পথে চলতে সাহায্য করবেন।আগে অতটাও ভালো করে English পারতাম না কিন্তু এখন অনেকটাই ভালো English পারি।আমার English শিখতে পারার বেশিরভাগ কৃতিত্ব তোমার। তোমার কাছে পড়া থাকলে তার আগের রাতে ঘুম আসে না।আমার মা আমার পড়া দেখেই বুঝে যায় আমার তোমার কাছে পড়া আছে।তোমার কাছে অনেক মার খেয়েছি কিন্তু এটা বলতে আমি একটুও লজ্জা পাচ্ছি না কারণ তুমি আমাদের ভালোর জন্যই আমাদের মারো।তোমাকে দেখে আমি inspire হয়েছি। ইংলিশ সেন্টারের প্রতি আমরা ঋণী হয়ে থাকবো।
জিয়ারুল রহমান হালদার, কামালপুর
Jhuma BiswaS, Pondaypara
Jhumi Banik Biswas
Jitu Sarkar
Congratulations dada 🌹❤️🌹
Jishan Ahamed
Congratulations dada.
Wishing English Centre a very happy birthday. Many many happy returns of the day.
...... and people will definitely remember you for what you are and what you are doing . May God bless you and your family.
Thank you for guiding us.
অনেক ভালো থাকো আর অনেক খুশি থাকো।
Once again many many congratulations dada. Love you dada
JOYITA DAS জয়িতা দাস, দেবগ্রাম
ইতি জয়িতা দাস
কবিতা রায়, লক্ষ্মীপুর, এরুলি
আমাদের জীবন যেমন ভালো-মন্দ দুটো নিয়েই তৈরি ঠিক তেমনি প্রত্যেক বছরই কিছু ভালো আবার কিছু খারাপ স্মৃতি
নিয়ে আসে জীবনে। কিন্তু এর প্রভাব আমাদের জীবনের লক্ষ্যে পড়া উচিত নয়। নিজের লক্ষ্যকে স্থির রেখে ভালো-মন্দ নিয়ে পথ চলাই জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই হাজার প্রতিকূলতা, covid পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের প্রিয় শিক্ষক Mr Sonatan Ghosh পরিচালিত 'ইংলিশ সেন্টার' আজ 5 জনুয়ারি 2022 এ 25 বছরে পদার্পণ করল। এই pandemic situation এর থেকে বেশি আনন্দের দিন আর কিছু হতে পারেনা। বিন্দু বিন্দু জলের কনা নিয়েই যে সমুদ্র তৈরি হয় তা প্রমাণ করেছে মাত্র 4 জনছাত্র-ছাত্রী নিয়ে পথ চলা শুরু করা ইংলিশ সেন্টারের 25 বছরের ইতিহাস, যাতে সব থেকে বড় কৃতিত্ব রয়েছে আমাদের প্রিয় ইংলিশ শিক্ষক অথবা বলতে পারি আমাদের প্রিয় দাদা Mr Sonatan Ghosh-এর। হ্যাঁ, সত্যিই তিনি আমাদের দাদা, তাইতো আমাদের ভবিষ্যৎ উজ্জলএর জন্য যেমন আমাদের শাসন করেন তেমনি আমাদের ভালোও বাসেন।আমি মাধ্যমিকের পর এই ইংলিশ সেন্টারে আসি ইংলিশ সংক্রান্ত আমার সামান্য জ্ঞান নিয়ে।কিন্তু দাদার জ্ঞানের সংস্পর্শে এসে আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছি।আমি এর জন্য দাদার কাছে খুবই কৃতজ্ঞ।তাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের পথে আমাদের পাশে থাকার জন্য তোমাকে খুব খুব ধন্যবাদ।তুমি যেমন এই ইংলিশ সেন্টারকে উজ্জ্বলতার শিখরে শিখরে পৌঁছে দিয়েছো ঠিক তেমনভাবেই আমরাও যেন এই উজ্জ্বলতাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারি সেইই চ্ছাটাই রাখি।আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি সত্যিই অনেক কিছু শিখেছি এই ইংলিশ সেন্টার থেকে এবং আরো অনেক কিছু শিখতেপারব। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে যেমন ইংলিশসেন্টার আজ 25 বছরের সফলতায় পদার্পণ করেছে আমাদের পুরো বিশ্বাস ঠিক একই ভাবে হাজারো বাধা থাকা সত্বেও ইংলিশ সেন্টার নিজের পথে এগোতে থাকবে এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে তাদের ইংলিশের প্রতি ভয় থেকে মুক্ত করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে রাখবে। ধন্যবাদ
Kuntal Karmakar, Eruli, Mitrapara
KEYA KAMALPUR
Tomar porishrom safol hok...English a durbol thekeo amar prio subject ar moddhe English akta...r tomar help peye English ar proti samosto viti katiye othte perechi... nirdidhai sob problem share korte parechi...r english ato sundor kore sekha jai seta tomar theke jenechi...I am very proud to have a teacher like you...arakom vabe e sarajibon tomar students der pase theko...🙏🏻
K.I.T.E.S. EDUCATION, DELHI MAINISH GAUR SIR
Respected Ghosh Sir,
Teachers like you are GEM for the Education Fraternity and source of motivation for every students. To build our nation strong and to build Better Bharat we always need Empowered teachers like you. Your selfless work and the habit to accomplish that silently and perfectly will always enlighten the path of students and the society.
Let us make a better place for our future generations and I am happy to see that you are playing your role with perfection.
Feeling blessed to have you in our team.
Regards
Manish Gaur
Team K.I.T.E.S. Education
Congratulations dada🥰 I proud of you dada ami akhon tomar kache class 9er student kintu ami 7theke porchi age english subject take joto ta voi petam akhon voita onektai kete gache tomar kach 2year pore asa kori ro 4te year porle amar english subject tai khub valo experience hobe 🥰 r ami chai ro 25year ba taro besi tumi ai vabei tusion ti korate paro ... Amar jibon a tumi best teacher always 🥰tumi o sob somoi valo thako susto thako r ai vabei sobaike sikha dan korte paro sob somoi atai wish kori 🥰 Tumi sarajibon ai vabei amader pase theko dada.
Koyel Sikder
ক্লাস 7 থেকে আমি English Centre -এ পড়ছি, এখন আমি ক্লাস 11 -এ পড়ি। চারটে বছর হয়ে গেল English Centre -এ পড়ছি ৷ ছোটোবেলায় ইংরাজী একটু ভালো লাগত কিন্তু তেমন পাড়তাম না । এখন English Centre -এ পড়ে ইংরেজীর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। কাকা আমাদের হাতে ধরিয়ে ইংরেজী শিখিয়েছে। এখন যতটুকু ইংরেজী জানি শুধুমাত্র কাকার জন্য ৷ কাকার কাছে পড়া না করে যাওয়ার জন্য অনেক মার খেযেছি। তবে মার খাওয়ার পর একটুও হয়নি। কারণ, আমি জানি কাকা আমাদের ভালোই জন্যই মারে ৷ কাকা আমাদের অনেক ভালোবাসে ৷ আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক হলো Sonatan Ghosh | কাকা তুমি মারো আর যাই করো, তোমার প্রতি আমাদের ভালোবাসা কখনই কমবেনা ৷ তুমি সারাটা জীবন এইভাবেই মার ধর করে, হেসে-খেলে আমাদের ইংরেজী শিখিয়ে যাও ৷ আর English Centre-এর 25 বছর পূর্তির জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ৷ English Centre এবং তোমার Students নিয়ে তোমার সব স্বপ্ন পূরণ হোক ৷ সবসময় ভালো থেকো সুস্থ থেকো৷
শুভেচ্ছা দাদা
Lakhi Biswas
25 বছর পূর্তি উপলক্ষে তোমাকে অনেক অভিনন্দন । তোমার মতো শিক্ষক পেয়ে আমার গর্বিত
Masud Mondal (MBBS GOING ON)
Dear Dada ( Beloved Teacher ), First of all , Congratulations from the bottom of my heart for the glorious success of your # English Centre . On this day about 25 years ago, the journey of English Center has been started , a journey to make the students comfortable in English , a journey to make them successful in life.
Now I would like to say something about the importance of English Center on my life --- I studied there for 3 years ( class 10 , 11 & 12 ). Till the class 9 , I did not have any clear idea about english , I thought English is very very tough and complicated then I joined your center and you changed my point of view about English . You made me comfortable and confident in English . You said , if you try seriously , you can , you can do everything. You always motivated ourselves to study , you made to understand why English is so important ahead in life . During this period of time, a strong bonding had been created and this will never be fade. Whatever I have learnt in English just for you , you really made us strong in English in your own hands . Your teaching style is so unique , I love so much and you are a genuine teacher I have ever seen . You are a teacher , a guardian , a good friend .
And in the last my gratitude to you for all you have done which I never forget in my life ,
#Thank_You_Dada
#Best_of_luck_for_future
#Stay_safe_and_stay_healthy
Congratulations
Moumita Banerjee
দাদা ভালো থাকো সুস্থ থাকো । আর এভাবেই ভালো মানুষ হয়ে থাকো।
Mausumi Das
Dada jai boli naa kno kom bola hobe... Sudhu ai tukui bolbo tumi tomr poribr khub e vlo thako r ai vabe ro ro chale maya dr toiri koro
Mashiar Sarkar
আমার এবং আমাদের family members সকলেই গর্ব যে এই মানুষ টি আমাদের সব থেকে কাছের মানুষ। এবং সব সময় কাছাকাছি পেয়ে থাকি এই জন্য আমরা গর্বিত এবং ধন্য মনে করি
মৌমিতা সমাজদার
MOUMITA ROY
শুভ ২৫ বছর পূর্তি দিবস কাকা। ভালোবাসা আর প্রনাম নিও
MOUMI & MOULI KARMAKAR
আমি তোমার প্রিয় ছাএীদের একজন মৌলি কর্মকার। আমি এখন ক্লাস 9 এ পড়ছি। আজ আমাদের English Center এর পূর্তি হতে চলেছে। আমি গত 3 বছর ধরে দাদার কাছে পড়ছি। দাদা 25 বছর ধরে আমাদের পাশে বট গাছের মত রয়েছে। আগে ইংরেজি খুব কঠিন বলে মনে হত। কিন্তু দাদার কাছে ইংরেজি পড়ে আমার সেই ভয় দূর হয়েছে। এখন ইংরেজি অনেক সহজ বলে মনে হয়। আমার দিদি মৌমি ও ছিল দাদারই ছাএী। দিদির মুখেও দাদার অনেক প্রশংসা শুনেছি। দাদা কখনও বন্ধুর মত আমাদের ইংরেজির সব সমস্যা দূর করে আবার কখনও কঠোর শিক্ষকের মতৌ ভুলগুলো সংশোধন করে দেয়। দাদার জন্যই আমারা ইংরেজি ভাষাকে সহজ ভাবে শিখতে পারছি। দাদা আমাদের তার সবটুকু দিয়ে আমাদের ইংরেজি শেখায়। আমার আর আমার দিদির তরফ থেকে দাদা তোমাকে English Center এর 25 বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গর্ববোধ করি তোমার মতো একজন শিক্ষক / দাদাকে পাশে পেয়ে। এইভাবেই আমাদের পাশে থেকে এগিয়ে চলো। আমাদের English Center 25 থেকে 50 বছরের পূর্ণতা পাক। প্রণাম ও ভালোবাসা নিও দাদা।
Manik Golder (Friend)
খুব ভালো লাগছে, তুই এইভাবে এগিয়ে যা, ইশ্বরের কাছে তোর সর্বদা সাফল্য ও মঙ্গল কামনা করি I
MONOJ DAA (RANAGHAT)
তুমি এই ২৫ বছরে অনেক মনি মুক্তা হীরে যহরৎ তৈরী করে দিকে দিকে ছড়িয়ে দিয়েছ, তাদের আলোর ছটায় শুধু তুমি নও সমগ্র এলাকা আলোকিত হয়ে গেছে। আজকের এই কলুষিত অন্ধকার শীক্ষা ব্যবস্থার মধ্যে তুমি যে আলোর দীশা দেখীয়ে চলেছ আশা করি তোমার এই অভিযান আগামী প্রজন্মের কাছেও দৃষ্টান্ত হয়ে থাকব।
.
Masiar Rahaman Mallick Sir
ENGLISH CENTER IS A NAME OF REVOLUTION SPECIALLY FOR FIRST' LEARNER OF OUR SOCIETY, ITS CREATOR IS PROUD OF OUR SOCIETY. I PRAY ITS GREAT SUCCESS, TOO MUCH THANKS ALL OF YOU.💐💐💐
Nilmani Sadhukhan
Before saying anything, I would like to apologize🙏🙏🙏, for late response for duty.
Firstly, thanks a ton. I'm so grateful you were my teacher.
You have been a wonderful teacher and a very dear friend. I will miss
your classes but I have all that you taught me stored safely in my mind
and my heart. You’ve activated a hunger for knowledge and wisdom,
inspiring me and all of your students to plan ours future and become a
better individuals.
Teaching must be a rewarding job because you are
always smiling, energetic, and ready to start a new day. Your charisma
gives ours the strength to persevere.
Finally,
It's your day to shine! And our day to say, “Thank you!”
Your sincerely,
........ Nilmani Sadhukhan
2007 (H.S.) Batch
Amr pranam nio dada.tumi valo thako
sustho thako etai chai.tomar jonno onek onek suvokamona roilo.tomar samparke ja
i bolina keno seta kom bola habe.ami joto tuku i english sikhte perechi seta
tomar jonnoi perechi dada.ek samoy ami ami english subject take khub voi petam
kintu tomar sahajje ami seta katiye uthte perechilam.tumi pase na thakle hoyto
seta konodin o sambhab hotona.ami to bolbo tomar kora sashon , guidance r
shehovalobasatei eta sambhob hoyeche.tumi ei vabei sabar pase theko tahole onek
chele meye tader lokkhe pouchate sokkhom habe.ei karona poristhiti te sab niyom
bidhi mene cholo.prarthona kori tumi r tomar poribarer sabi sustho theko valo
theko
Nasiruddin Mondal, Eruli, 2016 (HS)
Nayan Mondal
নয়ন মন্ডল ,সারাদাপল্লি,আমি সর্ব প্রথম ২৫ বছর পূর্তি উপলক্ষে দাদা তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক
শুভেচ্ছা রইল।দাদা তোমাকে নিয়ে বলতে গেলে ম্যাসেজ এ শেষ হবে না।দাদা তুমি একজন অসাধরণ
টিচার যেটা তুমি হয়তো নিজে ও জানো না। তোমার শিখানোর ধরন ই আলাদা ।দাদা তোমাকে
নিয়ে বলার মতো ভাষা নেই।আমি তোমার মত টিচার এর কাছে পড়তে পেরেছি এটা আমার
ভাগ্যের ব্যাপার।আমি ইংলিশ টা অনেক কিছু জানতে পেরেছি। ইংলিশ যে একটা সহজ সাবজেক্ট
এটা তোমার কাছে পড়ে অনুভব করেছি।Thank you so much dada
Narayan Samajder
Congratulations Brother.Go Ahed.
নন্দলাল দেবনাথ
ঘটনাটা ক্লাস ৮এর, যখন আমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। আমার বরাবরই ইংরেজি সাব্জেক্টটায় ভয় লাগতো, বুঝতে পারতাম না কিছু। তাই রীতিমতো রেজাল্টও খুব একটা ভালো হলোনা।
আমি ঠিক করলাম আমি পরের বার থেকে ইংরেজী ভালো করে পড়বো।আমার এক দাদা আমাকে সোনাতন দাদাএর কথা বলে।আমি সোনাতন দাদাএর কাছে ক্লাস৯ থেকে পড়া শুরু করি। আজও স্পষ্ট মনে আছে সেই সকালটার কথা, যখন আমার দাদা আমায় সোনাতন দাদার বালিয়াডাংগা ইংলিশ সেন্টারে নিয়ে যায়। সত্যি কথা বলছি সেদিন থেকেই আমার ইংরেজি সাবজেক্টটার প্রতি একটা বিশাল আগ্রহ জমতে শুরু করে। যা কিছু বুঝতে পারতাম না, সেগুলো সব দাদার কাছে বলতাম। আর দাদা একদম জলের মতন করে বুঝিয়ে দিত।আর আমার কাছে ইংরেজি ধীরে ধীরে এক্কে বারে জলের মতোন পরিষ্কার হয়ে যেতে লাগলো। আর যথারীতি, ইংরেজি আমার প্রিয় সাব্জেক্টগুলির মধ্যে একটা হয়ে উঠলো।
আর, আজ আমি ক্লাস ১২এ,
দাদার এই অনবদ্য শিক্ষাপদ্ধতি আমাকে ইংরেজির প্রতি ভয়ের হাত থেকে অবশ্যই বাচিয়েছে আর তারসাথে এনে দিয়েছে ইংরেজির প্রতি এক ভালোবাসা।
Nayan Thandar
Khub valo thakben sir
নিহা, দেবগ্রাম
ইংলিশ সেন্টারের ২৫বছর পূর্তির এই শুভক্ষণে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যে সময়ের কথা বলব তখন হয়তো ইংলিশ সেন্টারের জন্ম হয়নি কিন্তু তার শুরু টা শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। ইংলিশ সেন্টার যার হাতে গড়ে উঠেছে তিনিই আপন হস্তে ভালোবাসা মাখা স্নেহের পরশে আমাদেরও তৈরি করেছেন। আজ যখন থেকে লিখব ঠিক করেছি তখন থেকেই কতোই না মিষ্টি মধুর স্মৃতি উঁকি দিচ্ছে মনের কোনে।কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমি দাদার কাছে খুব অল্প সময় পড়বার সুযোগ পেয়েছি। দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার পরে আমি দাদার কাছে পড়তে গিয়েছিলাম। কিন্তু দাদাকে চিনতাম তার অনেক আগে থেকেই। আমাদের পাশের গ্রাম আঁইশমালি, সেখানেই দাদা থাকত আর আমার সব বন্ধুরা দাদার কাছে পড়ত সেই সুবাদে দাদার সম্পর্কে জানবার সুযোগ হয়েছিল। দাদা সকলের কাছে পরিচিত ছিল খুব রাগী মাস্টার মশাই হিসাবে, যে পড়াশোনা না করলে চরম পেটাত।কিন্তু দাদার হাতে পিটুনি খাওয়ার মতো সৌভাগ্য আমার কখনো হয়নি।বরং আমার ক্ষেত্রে বিষয় টা সব সময় উল্টোই হয়েছে। আমি পেয়েছি অনেক টা স্নেহ, আদর, ভালোবাসা আর আবদার করবার মতো প্রশ্রয়। দাদা আমাকে কখনোই কোনো শাস্তি দিত না জন্য আমার অন্য বন্ধুরা একটু হিংসে করত আর আমিও চেষ্টা করেছি সবসময় দাদার ভালোবাসার সম্মান রাখবার।আগেই বলেছি আমি খুব অল্প সময় পড়বার সুযোগ পেয়েছি, এই অল্প সময়ে দাদা তার যথা সাধ্য চেষ্টা করে আমাকে ইংরেজিতে একটা সম্মান জনক রেজাল্ট করতে সাহায্য করেছে। দাদার সাথে আরো একজনের নাম না বলে পারছি না, সে হলো আমার খুব কাছের বন্ধু লালন। যে দুই বছরের সব নোটস্ দিয়ে আমাকে সাহায্য করেছে। টিঙ্কু, লালন আর আমি এই তিন জনের এক অসাধারণ বন্ধুত্বের জুটি(ত্রয়ী) ছিল, যা দাদার টিউশানির ব্যাচে শুরু না হলেও পরিপূর্ণতা পেয়েছিল বলাই যায়। আজ যে কতো বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে। একজনের কথা লিখতে খুব ইচ্ছে করছে। আমাদের ব্যাচের সব থেকে মেধাবী, স্মার্ট ও স্টাইলিস্ট ছেলে টি, যার নাম সুরোজ।সুরোজ আমার সাথে খুব দুষ্টুমি করত আর এই জন্য দাদার কাছে খুব পিটুনিও খেত।সুরোজের কথা মনে হলেই মন টা খুব খারাপ হয়ে যায়। অত্যন্ত মেধাবী একজন ছাত্র সঠিক পরিচর্যার অভাবে কিভাবে শেষ হয়ে গেল। যাতায়াতের পথে যখনই সুরোজের করুণ পরিনতি দেখি বুকের ভীতর টা কেমন ব্যাথা অনুভব করি, চোখের কোনটা ভিজে আাসে।সুরোজের সাথে সব সময় আমার ঝামেলা হতো বসার জায়গা নিয়ে। আমি নাকি পড়তে গিয়ে ওর জায়গা টা দখল করে নিয়েছি। এটা সত্যি হলেও আমি জায়গা টা ছাড়তে নারাজ ছিলাম। দাদার পায়ের কাছে বসে পড়বার সুযোগ আমি কোনো ভাবে হারাতে চাইনি আর এই কারণেই সুরোজ খুব রাগ করত।যাই হোক আমি সব সময় আগে গিয়ে ওই জায়গা দখল করতাম। আর দাদা পড়াবার সময় সব কঠিন বানান বলে দিত আর আমি যেহেতু দাদার একদম সামনে পায়ের কাছে বসতাম তাই সঙ্গে সঙ্গে আমার খাতা দাদা কারেকশনও করে দিত।আজও মনে পড়ে দাদা যেহেতু বানান বলে দিত তাই অভ্যাস বসত একদিন made বানান টাও জিজ্ঞেস করে ফেলেছিলাম। আর দাদার সেই স্নেহ মিশ্রিত বকুনি আজও মনে আছে। আমি ইংরেজিতে একেবারেই ভালো নই।কিছুই জানি না বললেও ভুল হবে না। আমার বাড়ির লোকও চিন্তা করত আমি পাশ করব কিনা। গ্রাজুয়েশন এর ফার্স্ট ইয়ারে যখন ইংরেজি বিষয় টা আমার জীবন থেকে চিরতরে বিদায় নিল তখন আমার জ্যেঠু বলেছিল এবার আমি নিশ্চিন্ত বাবা,যাক বাঁচা গেল। এহেন ভয়ংকর ইংরেজি জানা একজন ছাত্রী শুধু মাত্র তোমার কারণে অনেক ভালো ইংরেজি জানা ছাত্রদের থেকে বেশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল।যদিও আমার আজও খুব আফসোস হয় যদি আরেটু বেশি সময় পেতাম তোমার কাছে পড়বার, যদি তোমার থেকে ইংরেজি টা ভালো করে শিখে নিতে পারতাম। আমরা সত্যিই ভীষণ ভাগ্যবতী তোমাদের কে শিক্ষক হিসেবে পেয়েছি। তুমি তো শুধু একজন শিক্ষক নও তুমি হলে আমার বড়ো দাদা। আমরা সকলে একটা পরিবার। আমার আরও একটা আফসোস আছে সেটা হলো তুমি আমাদের বলতে ইংরেজিতে যে ( তুমি একটা নির্দিষ্ট নম্বর ঠিক করে দিয়েছিলে)সেই নম্বর পাবে তাকে বাজারে স্টেজ করে ডিকশিনারি উপহার দেবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কেউ সেটা পাইনি। আমার ভীষণ ইচ্ছে ছিল ওই উপহার টা পাবার কিন্তু পাইনি আমার কপাল খারাপ। কতো যে সোনালী স্মৃতি মনে ভীর করছে, মন পাখা মেলে উড়ে চলেছে সেই সব দিন গুলিতে। সব কথা লিখে শেষ করা যাবে না। আর একটা কথা আমি না বলে পারছি না সেটা হলো এখন দেখি সব ব্যাচের সাথে তোমার ছবি তুমি FB তে পোস্ট করো। খুব ভালো লাগে আর সাথে একটু মনখারাপও হয়। যদি আমাদের সময়ও স্মার্ট ফোন থাকত তাহলে আমাদের ব্যাচের সব বন্ধুদের সাথে আঁইশমালির ঐতিহ্যবাহী সব থেকে পুরনো বাড়ির দোতলার বারান্দায় তোমার সাথে সুন্দর একটা স্মৃতি ফ্রেমবন্দী হয়ে থাকত আজীবন। খুব মিস করি দাদা এমন একটা ছবি।আমার স্মৃতির পিটারা এতো সহজে শেষ হবার নয়, তাই আজ আর লেখা টা দীর্ঘায়িত করছি না। আবার কখনো সুযোগ পেলে উজার করে দেব আমার স্মৃতির ভাণ্ডার। দাদা তোমার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি আর ইংলিশ সেন্টারের সাফল্য কামনা করে আজ শেষ করছি। আমার নিরন্তর শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম রইল তোমার জন্য। ভালো থেকো ওহে মানুষ গড়ার কারিগর।
পাপন সিকদার
প্রিয় শিক্ষক / পথপ্রদর্শক / সহকর্মী,
প্রথমে প্রনাম নিও দাদা। এই দিনটি বারবার আসবেনা তাই দু-চারটি কথা বলতেই হয়।প্রকৃতপক্ষে শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে পড়ায় এমন শিক্ষক খুব কম, নেই বললেই চলে তুমি ছাড়া।তোমার সাথে আমার প্রথম পরিচয় 2003 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত তোমার গুনের সংস্পর্শে রয়েছি। 2003-2022 এটুই মনেহয় যথেষ্ট। আমার মনে আছে পাড়ার দাদাদের অন্য বিষয়ে 80+ নম্বর অথচ ইংরাজিতে ফেল।আজ তুমি সেই অবস্থায় পরিবর্তন এনেছো।তুমিও একদিন এই পেশাকে হয়তো বিদায় জানাবে কিন্তু সেদিন অন্য প্রাইভেট শিক্ষক গুলো তোমায় আদর্শ করে বেচে থাকবে। আর কি চায়? এখনো অনেক ভালো কিছু আমরা পাবো এই আশা রাখি। অনেক অনেক ভালবাসাও শুভেচ্ছা রইল দাদা আগামি দিন গুলির জন্য।
""ইংলিশ সেন্টার"" এর সাফল্য কামনা করি।
I was in 10th standard(2009) when Baba got me admitted to ENGLISH CENTRE. He also told me to join there in my 9th .But I didn't go for they say ,"Sonatan Ghosh khub kora mastermoshai ,ja mare na chhele peleder! " I got scared. But Within a month or two I realized I was a fool not to join Kaku's coaching earlier.But better late than never .
Even today ,after so many years , I can vividly remember my first day there as if it happened just some days back.
One day while teaching us ,Kaku got extremely angry.All of us were standing in front of him holding our ears with heartbeats rising every minute.That was the first time I witnessed his anger and received some smacks of his cane .I couldn't help crying because it was not very common with me .Then he said something that resonates in my ears even now.He said ,"tomake jodi aar konodino marte hay tahole aar tomake parabo na."
From that day I've tried my best not to let him down.
Kaku, you've showed the entire world that if you are determined to do something nothing can stop you.As I always say, this world needs millions of teachers like you.Especially, in this hour of uncertainty when our values are diminishing day by day I feel this even more.You are the inspiration of many hearts .Keep growing and keep showering your blessings on us kaku.This world needs more from you.
Take care. Stay healthy.
Priyanka Bala
দাদা আমি তোমার কাছে ২০১০ থেকে পড়াশোনা করছি আমি ইংরেজিতে একদম কাঁচা ছিলাম হয়তো এখনো আছি কিন্তু তোমার কাছে শিখে আমি ইন্ডিয়ান আর্মিতে পরীক্ষা দিয়েছি এবং চাকরি পেয়েছি তোমার কাছে ইংরেজি শিখতে পেরেছিলাম বলে আজকে হয়তো ইংরেজি আর হিন্দি এই দুটো ভাষায় পরীক্ষা দিয়ে আমি পাশ করে চাকরি পেয়েছি আর দাদা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে। আমার জীবনে সবথেকে ভালো শিক্ষক বা আমাকে যে ভালো শিক্ষা বা ভালো পরিয়েছে আমাকে অনেক কিছু শিখিয়েছে সেটা হল তুমি আর সমীর দত্ত, মানে সমীর কাকা আমি যেখানেই থাকি না কেন তোমাদের দুজনকে আমি কখনোই ভুলবো না এবং সারা জীবন তোমরা দুজনে আমার ভগবান হয়ে থাকবে এটা আমি শুধু আমার মুখের কথা বলছি না দাদা এটা আমার মনের কথা একটা আর্মির কথা এবং আমি এই কথাটা সবাইকেই বলি সনাতন দা আর সমীর কাকা ছিলো বলে হয়তো আমি 12 ক্লাস পাস করে আজ চাকরি করছি । আমি ওই সময় 12 ক্লাস লেভেল এ যা যা করেছি তো তোমরা দুজন না থাকলে হয়তো আমি 12 ক্লাস পাসি করতে পারতাম না আমিতো অর্ধেক দিনি পড়া মিস করেছি কারণ আজ ওখানে খেলতে যাওয়া আজ ওই ক্যাম্পে যাওয়া আজ এর ট্রেনিং নিতে যাওয়া আজ চাকরি লাইনে যাওয়া এইসবই করে গিয়েছি তো তোমরা সাপোর্ট করেছ এবং ভালো পড়িয়েছো তাই আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং তোমাদের আশীর্বাদ থাকলে আমি হয়তো আরো উপরে উঠতে পারব ধন্যবাদ দাদা।
দাদা, আমি লক্ষ্মীপুর থেকে প্রশান্ত মজুমদার বলছি,,, আমি বিশেষ কোনো এক কারণে তোমার কাছে পড়তে পারিনি এই কারণে আমি খুবই দুঃখিত। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে প্রতিটি ছাত্র ছাত্রীর মনের মণিকোঠায় তুমি জায়গা করে নিয়েছ।তুমি তোমার প্রতিটি ছাত্র ছাত্রীর এমনকি অন্যান্য দের মনে জায়গা করে নিতে সক্ষম হোয়েছে যেটা একজন শিক্ষকের কাছে অনেক বড়ো সফলতা। তোমার শিক্ষার স্পর্শে অনেক ছাত্র ছাত্রী সফলতার শিখরে পৌঁছে গেছে। অনেকের কাছে এবং আমার কাছে তুমি একজন সফল শিক্ষক। তোমাকে প্রণাম দাদা।
Prodyut Sardar
Priyanka Biswas, Debgram
অনেক অনেক শুভেচ্ছা দাদা, যেটুকু ইংরেজী শিখতে পেরেছি দাদা তোমার জন্যই, তুমি যেমন একজন শিক্ষক হয়ে শাসন করেছো তেমনি দাদার মতো ভালোও বেসেছো Onek onek suveccha roilo dada, ai vabai tumi tomar English centre e রজত জয়ন্তীর মতো সুবর্ন জয়ন্তী পালন করো, tumi onek onek valo r sustho tekho, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি 🙏🙏🙏🙏 অনেক অনেক শুভেচ্ছা দাদা, যেটুকু ইংরেজী শিখতে পেরেছি দাদা তোমার জন্যই, তুমি যেমন একজন শিক্ষক হয়ে শাসন করেছো তেমনি দাদার মতো ভালোও বেসেছো
Rintu Dey
“পড়া না পারলে পাশ হবে না,”
“সোজা হয়ে দাঁড়াও!”
“এই যে তুমি! কান ধরে উঠ-বস করো!” থেকে শুরু করে “তুমি পারবে!” “ইচ্ছা থাকলে সব সম্ভব!” “আস্থা রাখো!”
কথাগুলো অজান্তেই খুব করে দাগ কেটেছিল আমার মনে। শিক্ষাজীবনের অনেকটুকু অংশই প্রিয় শিক্ষক দাদা তোমার আদরে-শাসনে কাটিয়ে দিয়েছি আমি। শিক্ষাঙ্গন এর ভিতর আমার নির্দিষ্ট রুটিনে যেমন তোমার উপস্থিতি থাকছে, ঠিক তেমনি ক্লাসের বাইরে তোমার কথাগুলো আমার জীবনে কাজ করে যাচ্ছে জাদুর মতো। তোমার বলা কথাগুলো পুঁজি করে রোজ আমার প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে চমৎকার কিছু।
প্রদীপের শিখার নাই একটু একটু করে নিজেকে জ্বালিয়ে আলোকিত করছো অসংখ্য ছাত্র ছাত্রীর জীবনকে এবং গর্বিত করছো এলাকা তথা রাজ্য ছাড়িয়ে মোদের ভারতবর্ষকে।
প্রিয় দাদা হয়তো আমি তোমার সুযোগ্য ছাত্র হতে পারিনি তবে আমি তোমার সান্নিধ্য পেয়ে একজন মানুষ হতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া,সব সময় তোমার সুস্থতা কামনা করি আমার প্রিয় দাদা ভালো থেকো
Rahul Mondal, Adityapur
Raju Mondal
Dada Ami hoito porini tomar kache but sabsamai sunechi tomar katha r na na dharoner boi o ber korecho sabar subidhar Katha vebe. Anek dharoner educational matobad er jonno puruskrit o hoecho. Mot Katha tomar mato teacher er khub proyojon ache r protibesi hoe garbo o hoi khub. Evabei egie jao r sab students der pase thakbe evabei etai kamona kori.
একই সঙ্গে শাসন ও ভালবাসার মধ্য দিয়ে আমাদের এগিয়ে চলার পথকে অনেক সুগম করেছো দাদা,শুধু তাই না কঠোর পরিশ্রমের দ্বারা কীভাবে 'ভয়'কে জয় করতে হয় তা তুমি দখিয়েছো।ইংলিশ সেন্টারের 25 তম জন্মবার্ষিকীতে আজ আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।ভালো থাকবেন দাদা।
ইতি, আপনার ছাত্রী Rinki
Raktim Biswas
Ruma Sarkar
If there were a Nobel prize for best teacher, I am sure you would get it! Dada thank you for being such an amazing person and a true inspiration
RANA
dada তোমাকেও তোমার লেখা বইএর সহায়তায় ইংরেজীর প্রতি আগ্রহ আগের তুলনায় অনেক বেশি বৄদ্ধি পেয়েছে।
Ruma Karmakar
রুমা বিশ্বাস (কর্মকার), পন্ডপাড়া, সবার প্রথম আমার প্রণাম ও ভালোবাসা নিও দাদা। আমাদের ইংলিশ সেন্টারের 25বছর পূর্তি উপলক্ষে ও তোমার 25বছর পূর্তি শিক্ষক জীবনের অনেক অনেক শুভেচ্ছা।আমি ঈশ্বর কাছে কামনা করি শিক্ষক জীবনের 50বছর টাও যেনো তোমার জীবনে আসে।আমি ইংলিশ জানিনা যে কতোটুকু জানি, তবে যেটুকু জানি এর পিছনে সবটাই তোমার অবদান,তোমার মতো শিক্ষক আমি আমার জীবনে প্রথম পেয়েছিলাম।আজ তোমার ব্যাপারে ভেবেছিলাম অনেক কিছুই লিখবো, কিন্তু সকাল থেকে অনলাইনে আসার টাইম পায়নি ছেলের অসুস্থ তার জন্য। ভালো থেকো দাদা, সুস্থ থেকো ,আর সবার শেষে আমার প্রণাম নিও।
Raju Mondal
Dada Ami hoito porini tomar kache but sabsamai sunechi tomar katha r na na dharoner boi o ber korecho sabar subidhar Katha vebe. Anek dharoner educational matobad er jonno puruskrit o hoecho. Mot Katha tomar mato teacher er khub proyojon ache r protibesi hoe garbo o hoi khub. Evabei egie jao r sab students der pase thakbe evabei etai kamona kori.
Riaz Mondal
যখনই সামজে বিবেক সচেতনতাবোধ প্রভৃতির প্রশ্ন ওঠে ,তখনই প্রয়োজন হয় আদর্শ শিক্ষকের, যারা কুসংস্কার মুক্ত করতে এবং সঠিক পথে নিয়ে যেতে সক্ষম।আমার দেখা এমন অনেক শিক্ষকের মধ্যে আমি সবথেকে বেশি আপন করে নিচ্ছি আমাদের দাদা সনাতন ঘোষ কে।আজ ইংলিশ সেন্টারের25 তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমি কিছু কথা বলছি ,আমি দাদার কাছে বেশি দিন এখনো পড়িনি ,তবুও নিজের দৃষ্টান্তে তার মধ্যে কিছু এক্সট্রা বিষয় লক্ষ্য করেছি। দাদা সব সময় বলতো ইংলিশ কখনো কঠিন হতে পারে না,তুমি যদি সেটাকে কঠিন করে তৈরি করো তবে কঠিন,সহজ করে ভাবলে সহজ। কথাটা একদম ঠিক আমরা দাদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুধু পড়াশুনায় নয় পাশাপাশি আদব-কায়দা, বর্তমান সচেতনতা ,সম্পর্কে যাই হোক না কেন দাদার কাছে একটু ভয় ভয় লাগত,কিন্তু সেটাকে কন্ট্রোল করলেই তুমি সেরা স্টুডেন্ট।দাদার কাছ থেকে অনেক কিছু শিখেছি ,এখন আমি সেখানেই পড়ছি আশা রাখবো আরো কিছু যাতে শিখতে পারি দাদার কাছ থেকে, দাদা যথেষ্ট পরিমাণে আমাদের কে শেখায়,তিনি বলেন নিজে খাটতে শেখ কথাটা একদম বাস্তব কেউ যদি নিজে খাটে সে অবশ্যই সাকসেসফুল। সমাজের মানদন্ড আমাদের শিক্ষক সনাতন ঘোষ।তার কাছে শিক্ষা গ্রহণ করে অনেকেই আজ অনেক জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত তিনি মহান কৃতিত্বের অধিকারী তার কার্যকলাপ সমাজে অনেক প্রভাব ফেলে , অনেক অনেক ধন্যবাদ। তুমি ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি । Thank you Dada Riaz Mondal (Panchpota)
RIMI BHAKTA
আজ ইংলিশ সেন্টারের ২৫পূর্ন উপলক্ষ্যে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । আমার নাম রিমি ভক্ত, আমি ২০২১ সালে ইংলিশ সেন্টারে ভর্তি হয়েছিলাম। ইংলিশ সেন্টার আমাদের প্রিয় দাদার স্বপ্ন। বিগত তিন বছর ধরে আমি দাদার কাছে পড়ছি এবং আমার অনেক স্মৃতি জরিয়ে আছে দাদার সঙ্গে । আমার ইংরেজি সম্পর্কে ধারণা হয়েছিল দাদার কাছ থেকেই আর আমি যেটুকু ইংলিশ শিখেছি তা দাদার জন্যই । দাদাকে যেমন ভয় পেতাম তেমনি খুব সম্মান করতাম। দাদার MOOD কোন দিন কেমন থাকত আমরা বুঝতে পারতাম না। একটা দিনও পড়া কামাই করলে পরের দিন দাদা আমাদেরকে বোকতো । দাদার মারের স্টাইল ও অন্যরকম ছিল । পড়া না পারলে দাদা আমাদেরকে চা খাওয়াতে নিয়ে যেত , কিন্তু হাত দুটো থাকতো কানে। সারা জীবন শুধু এটাই চাইবো তুমি থেকে আর আমরা যেন এইভাবেই ৫০ বছর পূর্ন করতে পারি। আমরা জানি তুমি আমাদের সব সময় সঠিক পথে চলতে সাহায্য করেছো। এই ইংলিশ সেন্টারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব।🙏🙏
RUPA BISWAS
ইংলিশ সেন্টারের ২৫ বছর পূর্ন উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইংলিশ সেন্টারের পাঠরত নবম শ্রেণীর ছাত্রী রুপা বিশ্বাস।এই ইংলিশ সেন্টারের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। কারন আমার এই সাফল্যের পিছনে এই ইংলিশ সেন্টারের অনেকটাই কর্তৃত্ব আছে।এই ইংলিশ সেন্টারের শিক্ষক সনাতন ঘোষ অর্থাৎ কাকু আমাদের খুব ভালোবেসেন ও যত্ন সহকারে ইংলিশ পড়ান। কাকু আমাদের খুব মারত কিন্তূ সেটা আমাদের ভালোর জন্য। কাকুকে আমরা খুব সম্মান করি। আমি বিগত ২ বছর থেকে এই ইংলিশ সেন্টারে পড়ি। কাকু সব সময় আমাদের সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করেছে। কাকু কখনও ধনী, গরীব, ছেলে, মেয়ের মধ্যে কোন পার্থক্য দেখেননি। সবাইকে সমান চোখে দেখেছেন। কাকু নিয়মিত আমাদের বাড়ি ফোন করত যে আমরা পড়া শোনা করছি কিনা?কাকুর জন্য আমি এখন অনেক ভালো ইংলিশ পাড়ি । কাকু তোমাকে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য । আমি সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
RAKESH ROY
আর দশটা ছাত্রের মতো আমিও খুব ভয় পেতাম দাদাকে,ভাবতাম দাদা খুব রাগি তাই ভয়ে পরতে যেতে চাইনি ইংলিশ সেন্টারে ।
সময়টা 2020 যখন আমি ক্লাস সেভেনে পড়ি বাড়ির চাপে পড়তে যেতে রাজী হই। ইংরেজি বিষয়ে ভয় থাকা সত্তেও আমি দাদার কাছে পড়তে যেতে অরাজী হই কিন্তু দাদা নিজের স্নেহ ,ভালো বাসা,রাগ সবটুকু দিয়ে যখন পড়াতে বসে তখন সব ভয় হারিয়ে যায় । আমি যখন প্রথমদিন পড়তে তখন আমি শুধু a/an/the ব্যবহার জানতাম । আমি এই 4 বছরে যতটুকু ইংরেজি জানি তার সবটাই দাদার জন্য । আমার ইংরেজি শেখার পেছনে যার গুরুত্ব অপরিসীম তার নাম "সনাতন ঘোষ "
Thank you dada.Thank you so much.
Subrata Barman, Ujirpukuria, Gangnapur
ইংরেজি বিষয়ে আপনার দক্ষতা ও নিষ্ঠা চিরো প্রশংসনীয়। জীবনে মূল্যবোধ শিখেছি আপনার কাছে দাদা। আপনার স্নেহের শাসন ও বিষয় দক্ষতায় সমাজ আলোকিত হবে বারবার। আমার জীবনে দেখা অন্যতম একজন খাঁটি মানুষ আপনি। আমার প্রণাম নেবেন এবং স্বপরিবারে ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি......
Sulata Mridha,Uzirpukuria, Gangnapur
Dada pronam nio.Notun bachorer ank ank suvechha roilo.Dada amdr mato students der jibone tmr abodan ta thik dui line likhe bojhano jabe na.Ank kichu sikhechi tmr kach theke.Khub valo thako dada.Ashirbad koro🙏❤️
Soumik Mitra Boni
Amar lifer best teacher Chile class 11thake 12 obda ... Ekbar mar diyechile sadin kub mone kasto hoyechilo ... Tar pore are mar khabar sujog hoini .. Tomar motivation jeta kub inspiration jogai ... Porar ses din biday belai tomar kanna are valobasa jeta ajjo vase ache choker samne .. Exam nebar pore 5mint time a special personal notes sobai ka likhte hoto .. I miss this day .. Miss you dada.. Valo theko sustho theko .. Pronam nio ...
Safikul Karikar Saddam, Anishmali
Samaresh Ghosh
Kaka
we are proud of you.
Best of luck for your future career to prepare the next generation by the help
of your special guidance.
Shekhar Malakar
দাদা প্রথমে প্রনাম নেবে। আর সব সময় সুস্থ থাকবে এটাই চাই। দাদা আমরা গর্বিত যে তোমার মতো একজন মানুষ আমার নিজের গ্রামে আছে যার সুনাম অভিজ্ঞতা শুধু ভারতে সীমাবদ্ধ নয় বরং সারা বিশ্বে আলোচিত। দাদা আমি তোমার কাছে প্রায় 5/6 বছর পড়েছি দাদা সত্য কথা বলতে কি তোমার কাছে পড়ার সময় দেহে একটা শিহরন জাগতো কিন্তু পডাটা যখন ভালোবেসে বোঝাতে তখন মনে হতো পড়াটা এখানেই কমপ্লিট হয়ে গেলো। দাদা আমি চাই তোমার মতো সৎ হিংসাহীন মানুষ হাজার সনাতন (দাদা) তৈরি হোক তোমার হাত ধরে। ভালো থেকো দাদা সব সময়
ইংলিশ
সেন্টার 25 বছর পূর্তি উপলক্ষে তোমাকে অভিনন্দন জানাই দাদা। আমি class 9 থেকে English centre পড়ছি। এখন আমি class 12 পড়ি। আগে English ভালো পারতাম না, এখন অনেকটা ভালো ইংলিশ পারি।
তোমার লেখা শর্টকাট অফ ইংলিশ গ্রামার বইটি পড়ে মূল বিষয় গুলি শিখতে পেরেছি।আমার
ইংলিশ শিখতে পারার বেশিরভাগ কৃতিত্ব তোমার। English centre এ যাওয়ার আগে tension হয়, অন্য কোন tuition যাওয়ার আগে কোন tension হয়না। তোমার কাছে অনেক মার
খেয়েছি অনেক বকা শুনেছি। তুমি যখন বকা দাও আমার একটু একটু রাগ হয়, তুমি আমার ভালোর জন্যই এইসব
করো। তোমার কাছে এতদিন পড়ছি তাও চিনতে পারিনা তোমার কখন কেমন mood থাকে বুঝতে পারিনা। তোমাকে
আমরা যেমন ভয় পাই তেমন শ্রদ্ধাও করি ভালোবাসি দাদা। আজ আমি খুব খুশি তোমার 25 বছর
শিক্ষকতা জীবনের সাক্ষী থাকতে পেরেছি। দাদা তুমি খুব ভালো থেকো সুস্থ থাকো এইভাবে
আমাদের সঠিক পথ দেখিও। আগামী বছর গুলির জন্য শুভেচ্ছা রইল দাদা।
Sahabul Mondal
Dada tomar kache Ami onek kichu sikhechi ja bole bojhana jabe na tobe ami na bole parlam na tomar bhumika Amar jibone onoboddo .Tomar akta sentence ama k inspire Kore Seta holo Discipline ai word ama k onek kichu sikhiyeche .Tumi akdin class a bolechile Discipline maintain all the time always keep quiet. Ai akta sentence Amar jiboner sera sentence. Tomar advice k Ami kono din vulbo na . Tumi education onek kichu poriborton ane diyecho . Tomar prochesta tomar chinta vabna sotti sikha babostha k development hoye uthche. Tumi ai vabe agiye cholo .
Sumangal Sikdar
Sourav samaddar , Bongaon
আমি সৌরভ ইংলিশ এ কিছু বুঝতাম না সেরকম ক্লাস 11 থেকে 12 পর্যন্ত তোমার কাছে ইংলিশ কি সেটা বুজেছি দাদা অনেক মার খেয়ে আজ যেটুকু শিখেছি সব তোমার জন্য দাদা নতুন বছর এর অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য দাদা আমার লাইফ এর বেস্ট ইংলিশ টিচার তুমি লাভ ইউ দাদা
Selim Sheikh, কামারগড়িয়া
"সময়টা ২০০৫ সাল, রবিবার বেলা 2 টার সময় গাংনাপুর স্পন্দন কোচিং সেন্টারে আমাদের ইংরেজি টিউশন থাকতো, সুদূর আইশমালি থেকে পড়াতে আসত দাদা, এত দূর থেকে আসা সত্ত্বেও এই প্রথম কোন শিক্ষককে বলতে শুনলাম ২:০৫ পর্যন্ত অপেক্ষা করবে আর ২:১৫ এর মধ্যে যদি না পৌঁছায় তাহলে বুঝবে আজ আর আমি আসবো না।"
তবে গ্রীস্ম ও বর্ষা কিংবা শীত, এমন দিনের কথা মনে করতে পারি না যে দাদা ২:০০ এর পরে পড়াতে ঢুকেছে।
"লাঠি হাতে দাদার সেই ভালোবাসা আজও ভুলতে পারিনা"
"আজ শিক্ষক জীবনের 25 বছর পূর্তির উপলক্ষে জীবন ইতিহাসের দীর্ঘসময়ের বিস্তৃর্ণ ছোট-বড় অনেক কথা অনেক উপদেশ অনেক চড়াই উতরায়ের কালাতিপাত আপাদমস্তক পড়লাম অনেক আবেগভরা স্মৃতি মনে পড়ে গেল, সেই ক্লাস XI এ ও অক্ষর জ্ঞান থেকে শুরু করে ইংরেজির অনেক খুঁটিনাটি বিষয় শিক্ষা, সর্বোপরি মস্তিষ্ক বিকল করা বিদেশী ভাষা শেখানোর দায়িত্ব নিজ কাধেঁ তুলে নিয়ে Alpenliebe lollipop এর মত করে আমাদের সামনে তুলে ধরা, সে জীবনের এক অনন্য অধ্যায়।
ছাত্রদের খুব কাছ থেকে চেনা তাদের চাওয়া-পাওয়া মোটকথা তাদের মনের চাহিদা বুঝতে পারার ক্ষমতা খুব কম শিক্ষকেরই দেখা মেলে, এই বিরল গুন আল্লাহ দাদাকে ভরপুর করে দিয়েছেন।
"অনেক অনেক শুভেচ্ছা রইল প্রাণ ভরা শ্রদ্ধা মিশ্রিত ভালবাসা রইল সঙ্গে রইল অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা, সুস্থ থেকো, লক্ষে অবিচল থেকো।আরো আরো মেধা বিকাশের কান্ডারী হয়ে এলাকা তথা দেশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠ এই কামনা রইল।"
#জ্ঞানের_আলো_বিতরনের_২৫_তম_বর্ষ_পূর্তিতে তাই জানায়।
=======================
"মানুষ গড়ার কারিগর তুমি,
শিক্ষা দানে সদাই ব্রত।
যতই দেখি আরো শিখি,
শিখবে আরো কত শত।
দুর্দান্ত কৌশল, তেজস্বী মেধা,
বাম হাতে এক স্নেহের ছড়ি।
তোমার কাছেই হয়েছে মেদের,
ইংরেজি শেখার হাতেখড়ি।"
Sangita Bhattacharyya
Samesh Das
আমার শিক্ষা জীবনে ইংলিশ সেন্টার তথা সনাতন কাকুর অবদান সম্পর্কে লেখার আগে শিক্ষা জীবনে আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতার কথা প্রকাশ করতে চাই, আমার মনেহয় মানুষকে জানানোর বা বোঝানোর এটা একটা খুবই ভালো সুযোগ যার ফলে আমার মতো যেসমস্ত স্টুডেন্ট আছে তারা এবং তাদের অভিভাবকরা মনে জোর পাবে,
আমি শিক্ষা জীবনে আর 10 জন স্টুডেন্টএর মতো সমস্ত সুযোগ সুবিধা পেলেও সেটার সৎ ব্যবহার করতে পারিনি বা পারিনা because of my hearing problem, I know that it's not my fault. It's fault of my luck.
Yes, Hearing problem, It's the only problem that I faced, is facing and shall have to face throughout my whole life. শিক্ষা জীবনে সম্মুখীন হওয়া এটাই আমার একমাত্র দুর্বলতা, এছাড়া পড়াশোনার ক্ষেত্রে আর কোন দুর্বলতা আমি কখনো অনুভব করিনি। শিক্ষা জীবনে কখনোই নিজেকে কোন ছাত্র-ছাত্রীদের থেকে কম মনে করিনি, এত প্রতিকূলতা সত্বেও সব সময় নিজের সেরা দেওয়ার চেষ্টা করেছি
এবার আসি ইংলিশ সেন্টার তথা সনাতন কাকুর কথাতে, স্কুল জীবনে আমি ছিলাম ক্লাস এর 2nd boy, তাহলে নিশ্চয়ই খুব একটা খারাপ স্টুডেন্টনই, তবে ইংলিশএর প্রতি আমার ভীতি ছিল প্রতিটা দিনই, আমি অনেক ইংলিশ word ঠিকমতো উচ্চারণ করতে পাড়তামনা, এমনকি আজো পারিনা... এর কারণ কি? ওইযে বললাম hearing problem, শিক্ষকদের কথা আমি কোনো দিন স্পষ্টভাবে শুনতে পাইনি... এমনকি ক্লাসএ teacher রা যে নোট লেখাতো, সেটাও শুনতে পেতাম না, বন্ধুদের খাতা দেখে নোটটা লিখতাম বা collect করে নিতাম, স্কুলএর 2nd বয়হয়ে 2014 সালে মাধ্যমিক দিয়ে আমি পেয়েছিলাম 574 ইংলিশএ only 67, physical science a 96, স্কুলএর 1st বয় পেয়েছিলো 649 (ইংলিশএ 93+may be, physical science a 97) যদিও আমিই স্কুল থেকে 2nd highest score (totally) করেছিলাম, এই একটা সাবজেক্ট এতটা difference তৈরি করে দিয়েছিলো,...
ততো দিন পর্যন্ত আমি English centre er student chilam na....
আমি English centre er ছাত্র 11 এর শেষ দিক থেকে... হঠাৎ একদিন বিকালে Sonatan kakur সাথে কথা বলে সেন্টারে যুক্ত হয়েছিলাম, আমি আলাদাভাবে অন্য ক্লাসএর মধ্যে একা পড়তে চেয়েছিলাম আমার hearing problem er জন্য, kaku ke বলেছিলাম আমার সমস্যার কথা, বলেছিলাম আমাকে শুধু নোট গুলো দেবে আমি লিখে নেবো আর গ্রামারএর প্রবলেমটা দেখে দেবে, kaku সেদিন আমাকে বলেছিলো তুমি ক্লাসএর বন্ধুদের সাথেই আসো কোনো সমস্যা হবেনা, kakur কথায় সেদিন আমি রাজি হয়েছিলাম, kaku যে আমাকে মাঝ পথে allow করেছিলো তার জন্য আমি চিরকৃতজ্ঞ😌, সেবার 11 এরফাইনাল exam a 78 পেয়েছিলাম may be it was the second best of our class. Science নিয়ে পড়তাম, সায়েন্সএর চাপে আমরা ইংলিশ পড়ার খুব একটা সময়ও পেতামনা... তরপর আসলো 2016 hs exam, উচ্চমাধ্যমিকে Mathematics a পেয়েছিলাম 90, English a পেয়েছিলাম 84(আমাদেরসময়আমাদের area, school, এবং English center থেকে highest) center থেকে সেবার আরো 2 জন বন্ধু-বান্ধবী 84 পেয়েছিলো
এবার প্রশ্ন আসে কিভাবে আমি মাধ্যমিকএ English a 67 থেকে উচ্চমাধ্যমিক English a 84 পেলাম, এর পিছনে Sonatan kaku ba English Centre er অবদান কি....
প্রথমত একটা স্টুডেন্টএর ভালো মার্কস পেতে শিক্ষকের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো অনুশাসন। Engish a ভালো marks পেতে kaku এর এই অনুশাসন এর অবদান সবচেয়ে বেশি, তবে হ্যাঁ আমাকে personally কোনো দিন অনুশাসনের শিকার হতে হয়নি। প্রথমদিন পড়তে গিয়ে 4 inch চওড়া ওষুধ (লাঠি), আর যেসব বন্ধুরা পড়া করে যায়নি তাদের মার খাওয়া দেখে, প্রথম দিন থেকেই আমার ভয় হয়ে গিয়ে ছিলো, মনে মনে ঠিক করেছিলাম এই মারের হাত থেকে আমাকে বাঁচতেই হবে, এই মার আমার গায়ে পড়লে আমি শেষ তারপর আবার এতগুলো বন্ধুদের মধ্যে....
আর দ্বিতীয়ত, kaku এর কথা স্পষ্ট শুনতে নাপেলেও fees জন্য আমাদের একটা card দেওয়া হয়, সেই card a kakur নিজের একটা কথা (বাণী) লেখা ছিল ইংলিশএর ভীতি দূরকরা নিয়ে... কথাটা ছিল তুমি ইংলিশ পারোনা, মানে তুমি ইংলিশ পড়োনা পড়লেই পারবে এই কথাটা আমার ইংলিশএর ভীতি কাটাতে enough....
তৃতীয়তঃ, kakur তৈরি নোটগুলো খুব সহজ-সরল, স্পষ্ট এবং সুন্দর যা সবাই সহজে বুঝতে পারবে এবং সহজে মুখস্ত করতে পারবে
সবার শেষে guardian দের বলবো বাইরে অনেক বাজেকথা (noise) কাকুকে নিয়ে রটেছে সেগুলোকে পাত্তা না দিয়ে নিজেদের ছেলেমেয়েদের নির্ভয়ে English centre এ পাঠান আপনার সন্তান ইংলিশএ ভালো মার্কস পেতে বাধ্য, ওখানে অনেক student পড়ে, অনেক স্টুডেন্টএর মধ্যে পড়াশোনা হয়না, এই সব nonsense কথাবার্তা থেকে নিজেদের দূরে রাখুন, আমি জোর গলায় বলছি আপনার সন্তান ইংলিশএ ভালো মার্কস পেতে বাধ্য, শুধু সন্তানকে পাঠানোর দায়িত্ব আপনার, বাকি দ্বায়িত্ব teacher, Sonatan kaku এর উপর ছেড়ে দিন।
আজ আর বেশি কিছু বলবো না...
Sujit Basu, লক্ষ্মীপুর
"ইংলিশ সেন্টার এর ২৫ বছর পূর্তি উপলক্ষে তোমাকে জানাই অনেক অনেক অভিনন্দন "দাদা।
Soma Sikdar, "সোমা সিকদার, লক্ষীপুর"
প্রথমেই, কাকু আমার তরফ থেকে তোমায় জানায় শিক্ষকতার 25 বছর পূর্ণ হওয়ার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন এবং ভালোবাসা। I have read to you for 5 long years and I have learned a lot, so I am very grateful to you. In the days to come, continue to teach the future generation in this way.
Susmita Dey Chowdhury
Dada tumi amader Gorbo Onak valo theko sustho theko
Suman Majumder
প্রথমেই, কাকু আমার তরফ থেকে তোমায় জানায় শিক্ষকতার 25 বছর পূর্ণ হওয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ 5 বছর তোমার কাছে পড়েছি ও অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি , এজন্য তোমার কাছে অনেক কৃত্ঞ। আগামী দিনগুলিতেও ভবিষ্যৎ প্রজন্ম কে এভাবে শিক্ষা দান করে যাও।অনেক ভালো থেকো ও সুস্থ থেকো।
ইতি,
তোমার প্রাক্তন ছাত্র,
সুমন মজুমদার।।
Sukanya Biswas
আমি সুকন্যা, (বালিয়াডাঙ্গা)
Sandip Adhikary
Khub vlo dada
Santona Moulick
Dada tumi amar pranam niyeo..... Tumi amar sudhu teacher noi... Tumi amar guardian o.DadaTomar shason, valobasa amake sobsomay anupranito kore.... Dada tumi amader kache milestone. Dada tomar susthota o dhirghaayu kamoyana kori. Tomar tuition jiboner saffola prarthana kori ishwar er kache. Dada valo theko r amader mathar upore chad hisabe sara jibon theko.
Santu basu. Chiapukuri. Dada amar
pronam nio. R
tomar somporka jai boli kom bola hoba. H.. S english pas korachi sudu tomar
janno
. Kub
valo thako dada.
শিক্ষা শিক্ষক আর ছাত্র ছাত্রীদের সম্পর্ক সব থেকে পবিত্র।আমি এমন এক ছাত্রী যার শুরুতে ইংলিশ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না।কিন্তু আমার ভাগ্য এতটাই ভালো যে আমি সনাতন কাকুর কাছে পড়ি।কাকুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি—সব থেকে গুরুত্বপূর্ন যেটা সেটা হলো কিভাবে ধারাবাহিকভাবে পড়াশোনা করা যায়?
তারপর আসে কাকুর শেখানোর ধরন ইংরেজি এতো সহজ একটা ভাষা সেটা বোধ হয় আমার জানা ছিলো না। আমি ভাবতেই পারিনা যে—যে মেয়েটি এক সময় ইংরেজিকে ভয় পেতো সে এখন তুলনায় অনেক ভালো ইংরেজিতে কথা বলতে পারে।আমার জীবনের রোল মডেল আমার কাকু (সনাতন কাকু)।
তিনি শুধু ইংরেজি পড়ান তেমনটা কিন্তু মোটেও নয়। অন্য subject গুলো পড়ার জন্যও উৎসাহিত করেন।আমি কাকুর কাছে প্রায় 6 বছর ধরে পড়ছি।ঠিক এই মুহূর্তে আমি উপলব্ধি করতে পারি যে কাকু নাথাকলে হয়তো শিক্ষা জীবনটা এতো সহজ হতোনা। অনেকে হয়তো …
সাগর মন্ডল, আঁইশমালি
আমি তোমার কাছে ক্লাস 7 থেকে পড়ছি এখন ক্লাস 12
আমার, এই দীর্ঘ 6টা বছর (2017-22) তোমার ঐঘরে আমার আনন্দ, ভয়, সব নিয়ে কেটেছে।তোমার কাছে অনেক মারও খেয়েছি কিন্তু তাতে আমার উন্নতি হয়েছে। আর তোমার কাছে আমি সেজন্য কৃতগ্য, তোমার বাইকএর আওয়াজ শুনেই আমরা বুঝে যেতাম যে কাকু আসছে।আর তোমার ঘরে ঢুকে পর্দাদেয়ার ভাব দেখেই বুঝে যেতাম যেসেদিন তোমার মুডকে মনআছে। তোমার সম্পর্কে যত বলবো ততই কম পরবে, আমরা জানি তুমি আমাদের ভালোর জন্যই মারো। আমি জানি তুমি যতটুকু না আমাদের মারো, বকো তার থেকে অনেক গুণ বেশি আমাদের ভালোবাসো। আর আমরাও কাকু তোমাকে খুবই ভালোবাসি।আর কয়দিন পর যখন আমরা তোমার কাছ থেকে বিদায় নেব তখন ওই ঘর, পড়ানোর মাঝে তোমার ওই হাসি ঠাট্টা , এবং বিশেষ করে তোমার মার খুবই মিস করব।আর তুমি আমাদের কাছে সারা জীবন আমাদের প্রিয় কাকু হয়েই থাকবে।
Sanhita Sarkar
এগিয়ে চলো
Sandip Rail, Bahira, Howrah
On the occasion of 25th anniversary of your teaching life,I congratulate you from the bottom of my heart.I thank you for your helpful nature.I always get help from you in my difficulties. I feel blessed having a great teacher like you.
Srabani Paul
Dada tumi amadar guorob tumi abhabai agia jao ,ar Amar Soto koti pronam nio
Sangeeta Mitra সঙ্গীতা,এরুলী
প্রথমেই জনাই
congratulations
দাদা ,প্রতিবছর এই দিন টা যেন আমাদের জীবনে এবং তোমার জীবনে বারবার ফিরে আসুক , এটা তো শুধু ২৫ তম বর্ষপূর্তি , আমরা চাই তোমার আরও খ্যাতি ছড়িয়ে পড়ুক বিশ্বে , তোমার আলোয় আমরা যেন নতুন ভাবে আলোকিত হই, নিজেদের ভেতরের ভয় কে দূর করে , তোমার অনুপ্রেরণায় আমরা যেন শিক্ষার ঊচুস্তরে একদিন পৌঁছাতে পারি এই আশীর্বাদের হাতটা সবসময় সাথে রেখ, তোমার হাত ধরে অনেক দাদা দিদিরা ঊজ্জ্বল ভব্যিষতের দিকে এগিয়ে গেছে । তোমার কাছে ৫ বছর মতো পড়ে যেটুকু শিখেছি তাই অনেক মনে হয় , আমাদের পথচলা সবে শুরু ,তাই তোমাকে ধন্যবাদ
জানিয়ে ছোট করবোনা শুধু বোন হিসেবে দাদার কাছে অনুরোধ এভাবেই আমাদের পথচলাতে তুমি পাশে থেকো
, হয়তো কখনোও বকা খেয়েছি পড়ার জন্য হয়তোবা শাস্তি ,হ্যা তখন অব্যশই রাগ হত , কিন্তু আজ বুঝি তোমার ওটা বকা ছিলনা ,ছিল দাদার ভালোবেসে করা একটু শাসন, আজ ওগুলো শুধুই স্মৃতি , তুমি যেমন করতে শাসন তেমনি ভালোবেসে অনেক কথাও বোঝাতে , কোনটাতে আমাদের ভালো হবে এটাই বোঝাতে , আজ সত্যি খুব মনে পড়ে ওই দিন গুলো , তোমার ব্যাপারে ,আর English center ব্যাপারে যত বলবো ততই কম হবে.আমার life এর সবচেয়ে বেস্ট এবং কখনো হার না মেনে sucess পেয়েও জীবনকে আরো ও শিক্ষার ঊচুস্তরে নিয়ে যেতে দেখা teacher এর মধ্যে "তুমি"হলে সবার সেরা
, ভালো থেকো সুস্থ থেকো দাদা , আমার জীবনে ইংলিশ সেন্টারটা এক আলাদা জায়গায় থাকবে চিরকাল
ভালোবাসা নিও দাদা
SWAPNA PATOYARI (2014 passout)
(Baliadanga)
সর্ব প্রথম এটাই বলবো যে, দাদা তুমি না থাকলে হয়তো ইংলিশ টা কোনোদিনও সোজা ভাবে শিখতে পারতাম না, তোমার শেখানো সহজ পদ্ধতি ও তোমার প্রচেষ্টা আমাদের ইংলিশ শিখতে সাহায্য করেছে, তোমার জন্য আজ হয়ত আমিও অন্য কাওকে একটু ইংলিশ পড়াতে পারি তোমার দেখানো অনুকরণে, তুমিও আগেও যেমন হেল্পফুল ছিলে আর আজও ঠিক তেমন হেল্পফুল আছো, খুব আনন্দ হয় দাদা যখন আজও তোমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তুমি সময় করে উত্তর দাও, বিভিন্ন চ্যানেলে বা সংবাদ পত্রিকার মাধ্যমে (যে গুলো তুমি সোসিয়াল মিডিয়া এর মাধ্যমে আমাদের সবার মধ্যে তুলে ধরেছিলে) যখন তোমার নাম দেখি তখন ভীষণই গর্ববোধ করি এটা ভেবে যে আমি তোমারই ছাত্রী, সবশেষে একটাই কথা বলবো দাদা অনেক ভালোবাসি ও শ্রদ্ধা করি তোমায় দাদা।
Susmita Mitra
English centre...
English centre manaeyi jer kotha amar sorbo prothom monaey poray jay seta holo Dada r kotha ( Sonatan Ghosh).dadar katch thakaey 4 tay bachor ay onek kichu sikhtay jantay paraychi.class-9,10,11,12 dadar katchay English portay jowa.dadar somporke jato bolbo totoi kom bola hoya jabaey.sobar prothom ay ekta kotha bolbo dada manush ta vishon omaik.dada prottek ta student k soman vabaey care koray.dada porasuna sekhanor sathey sathey amader k onek prathomik sikhaow diyachay.jeta kono din o vulbona.dada r student hoya ami gorbito.dada sob somay valo thakuk sustho thakuk.etai chaibo.r sob sesh ay etai bolbo aj dakhtay dakhtay dadar English centre ar 25 tamo barsho purno hocchay.onek onek suveccha roilo tomakaey dada.english centre ar jonno onek onek valobasha roilo amar pokkho theke ❤️❤️❤️❤️❤️
Suvo kamona roilo anek evabei aro 25 ta bochor katuk thakurer kache prarthona roilo
Miss u dada
Sheuli Mondal Gharami
ইতি তোমার ছাত্রী শিউলী
সত্যি কথা বলতে আমি English বিষয়টি পারতাম না বললেই চলে আর আমার মা ও বাবা বেশি শিক্ষিত না আমি class 5 এ সামিজী মিশনে টিউশনে যাই সেখানেই আপনার সাথে আমার ভালোকরে আলাপ হয় class 5 - 12 পর্যন্ত আপনার কাছেই English বিষয় পড়ি আজ আমি যতটা English পারি এর পেছনে আপনার ও আপনার English Centre-এর ভূমিকা সবচেয়ে বেশি
Shibam karmakar (Anishmali)
Dada, I know today is very special for you so many many congratulations
.I want to say something about you and English center. English center is your dream but English center is like another home for me. It is not only a room ,there are lot of memories with you in it.You are the best teacher whom I have ever seen till now.You have made the subject, English more interesting for me.I think not only for me but also for all the students.I was admitted in English center when I was reading in class vii and now I am in class xi .In this five years I have learnt many important things of English. I have learnt how to love English from you. You have made many short tricks to know English and English grammer so we can read And learn English more easily. You are a great example of a responsible and helpfull teacher.You are playing a great role in my life and education. Now English is my favourite subject just for you.So you are not only teacher for me,I think you are my another guardian beside my parents. I will never forget you and our English center . I will always keep you in my heart forever.
শিপন বাগচী, নিমিঝিমি
আমার জিবনে ইংলিশ সেন্টার ও সনাতন কাকুর অবদান।
আমার নাম শিপন বাগচী ।আমি একাদশ শ্রেণীর ছাত্র।আমার জিবনে আমি যেটুকু ইংলিশ জানতে, পড়তে বা বুঝতে পেরেছি তার পিছনে ইংলিশ সেন্টার ও সনাতন কাকুএর অবদান অপরিসীম। আমি ক্লাস 7 থেকে ইংলিশ সেন্টারএ পড়ছি আর এখন আমি একাদশ শ্রেণীতে পড়ি।এর ফলে আমি ইংলিশ গ্রামার ও রাইটিংএর অনেক কিছু শিখতে পেরেছি কাকুর কাছ থেকে। আমার মত অনেকেই ইংলিশ সেন্টারএ পড়াশোনা করে।আর আমার থেকে অনেক বড় বড় দাদা, দিদিরা এখান থেকে পড়াশোনা করে আজকে প্রতিষ্টিত হয়েছে।কাকু আমাদের নিজের সন্তানের মতো করে সব বিষয় গুলোকে বুঝিয়ে দেয়। সব বিষয় গুলো বারবার করে বলে দেয়। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কাকু তাকে বসে বুঝিয়ে দেয়।
আমরা যদি ভালোকরে পড়া করে যাই তাহলে কাকু আমাদের ভালো বলে আর যদি আমরা পড়া না করে যাই তাহলে মাঝে মাঝে আমাদের বকুনি দায় বা মারে ঠিকি কিন্তু বিষয়টা আবারও বলে দেয়।কাকু আমাদের পড়ানোর মাঝে মাঝে পড়ার বিষয় নিয়ে অনেক মজার কথা বলে।কাকুর পড়ানোর মধ্যে একটা অন্যরকম এর ব্যাপার আছে তাইতো কাকুর কাছে আমার মত অনেকে পড়তে আসে।আমরা কাকুর কাছে অনেক গল্পঃ শুনেছি, অনেকে নাকি মারেরে ভয়ে পুকুরে লাফ দিয়েছে অবশ্য আমরা একদিন এই অনুভূতি পেয়েছিলাম কান ধরে রাস্তায় বেড়িয়ে। তবুও কাকুর কাছে পড়ার মজাই আলাদা। আজ 05/01/2022 কাকুর টিউশন জীবনএর 25 বছর অতিক্রম করল। আজ পড়তে গিয়েকা কুকে খুবই খুশি মনে হচ্ছিল।আমি ভগবানের কাছে প্রার্থনা করি কাকু যেনো এইভাবে তার জীবনটা সুখে ছাত্র ছাত্রীদের পরিয়ে কাটাতে পারে।
সাথী দত্ত, চিনাপুকুরিয়া
সবার প্রথম এ দাদা আমার প্রণাম ও ভালোবাসা নিও। আমাদের ইংলিশ সেন্টারের 25বছর পূর্তি উপলক্ষে ও তোমার শিক্ষক জীবনের 25বছর পূর্তি উপলক্ষে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তুমি আমাদের জীবনে শুধু একজন মাষ্টারমশাই না তুমি আমাদের একজন প্রিয় মানুষ। আমাদের সবার প্রিয় দাদা । জীবনে যেটুকু ইংলিশ শিখেছি সব তোমার আশ্রয়ে ও তোমার ভালোবাসায়। এখনো যখন ইংলিশ সেন্টারের সামনে দিয়ে যায় সেই পুরোনো দিন গুলো মনে পড়ে যায়, মনে পড়ে সেই রাখি বন্ধনের দিন গুলো সেই বিদায়ের দিন
গুলো । দাদা তুমি আমাদের জীবনে অনেক টা জায়গা জুড়ে আছো আর থাকবে। তোমার আগামী বছর গুলো খুব ভালো কাটুক দাদা। আমি গর্বিত দাদা যে আমি জীবনে তোমার মতো একজন দাদা পেয়েছিলাম।
Soham Ghosh, শ্রীধরপুর
দাদা প্রথমেই জানাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম ও অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি "ইংলিশ সেন্টারের"50 বছর পূর্তি যেন তোমার জীবনে অবশ্যই আসে, পূর্ণতা পাক ইংলিশ সেন্টার।
ইংলিশ আমি চিরজীবন শিখতে চেয়েছি,মুখস্ত করে নয়....কিন্তু ক্লাস 9 অব্দি আমি প্রতিবারই অক্ষম হয়েছি সে চেষ্টাই.......... প্রথম থেকে মনে হতো মুখস্ত করে আর যাই হোক আমার দ্বারা ইংলিশটা হয়তো আর শেখা হবে না...তারপর একদিন ক্লাস ১০ এর মাঝামাঝি সময়ে(জুন,২০১৯) দাদার খোঁজ পাই একটা বন্ধুর কাছ থেকে, তখন প্রথম দিন কামালপুরের ব্যাচে আমি গেলাম এবং দাদাকে প্রথমবার দেখেই আমার কেমন যেন মনে হল অনেকদিন পর একজন সঠিক শিক্ষক পেলাম....... হ্যাঁ,এখন বুঝতে পারি আমি ঠিকই ছিলাম।
দাদার Batch join করার আগে আমি একটাও writing skill নিজে বানিয়ে লিখতে পারতাম না, Grammar section এ প্রচুর গাফিলতি ছিল, কিন্তু ব্যাচ join করার পরে দাদার অক্লান্ত পরিশ্রমে এবং আমার নিজস্ব কিছুটা চেষ্টাই আমার সব সমস্যার সমাধান হতে লাগল। ইংলিশ বিষয়টা ভয় থেকে যে কখন ভালোবাসা হয়ে উঠল তা আমার নিজেরও অজানা, যেখানে আমি আগে ভাবতাম যে একটাও writing skill বা grammar পরীক্ষায় পারব তো, সেখানে দাদার প্রচেষ্টায় কিছুদিন পর আমার এমন মনে হতে লাগলো যে একটাও grammar or writing skill এর এক অংশও মনে হয় আটকাবে না, যেখানে আগে প্রতিটা writing skill এ ৮০ শব্দও লিখতে পারতাম না সেখানে এখন মনে হয় ২০০ শব্দের নিচে আবার writing skill লেখা যায় নাকি, grammar এ আবার মুখস্ত করার কি আছে, বিষয়বস্তু জানা থাকলে যেকোনো প্রশ্নের উত্তর সহজে ইংলিশে দেওয়া যায়।
ধন্যবাদ দাদা, আমার মধ্যে লুকিয়ে থাকা creativity টাকে(যেটুকুনি আছে) চিনে নেওয়ার জন্য।
ধন্যবাদ দাদা, রাগী শিক্ষক হিসেবে নয় বরং একজন দায়িত্ববান দাদা হিসেবে ভাইকে সঠিক পথ দেখানোর জন্য।
ধন্যবাদ দাদা, ইংলিশ এর প্রতি আমার গড়ে ওঠা কিছু ভুল ধারণা ভেঙ্গে দেওয়ার জন্য।
ধন্যবাদ দাদা, ইংলিশের জটিল দিকগুলি সহজভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য।
ধন্যবাদ দাদা, যখনই পড়াশোনা থেকে mind distracted হয়েছে কোন কারনে তখন শুধুমাত্র আমার কথা ভেবে বকা দিয়ে আবার মনটাকে পড়াশোনার দিকে নিয়ে আসার জন্য.......
অবশেষে বলছি, ভালোবাসি তোমার বলা "seriousness না থাকলে জীবনে কিচ্ছু করতে পারবে না" কথাটিকে, ভালোবাসি তোমার বলা "প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে"কথাটিকে, ভালোবাসি তোমার পড়ানোর মধ্যে দেওয়া ছোট ছোট উপদেশ গুলি কে...........
সারা জীবন এভাবেই আমাদের মত অসহায়ের সহায়ক হয়ে থেকো,,, আমার অন্তরে চিরজীবন থাকবে ইংলিশ সেন্টার এবং তুমি....
----ইতি তোমার ছাত্র সোহম ঘোষ (গ্রাম: শ্রীধরপুর)
Shimul Sarkar
দাদা আমি শিমুল সরকার লক্ষীপুর থেকে বলছি আমি (৫) বছর তোমার কাছে পড়াশোনা করেছি। তোমার পড়া থাকলে রাতে ঘুম আসতো না। তোমাকে বাঘের মতো ভয় পেতাম। আজ আর তোমার কাছে পড়তে যাওয়ার সৌভাগ্য টা না। তোমায় আজ খুব miss করি। love you dada
Subhash Ch Biswas
জগৎময় প্রগতিশীল , এ এক প্রতিযোগিতা । কামনা করছি সবাই কে পিছনে ফেলে সামাজিক ফোকাসে নিজস্বতার প্রস্ফুটিত হোক
Saina Monda, Sarishadanga
Ami saina mondal ami pach din jachi ai koek dine onek paribartan hoyechi apnar parar dhoron amar bhalo lage thank you sir
এভাবেই চলবে,ছাত্র ছাত্রী রা,সমাজ এর জন্য চিরও কৃতজ্ঞ,সবার গর্ব আমাদের সনাতন sir
SHILA ROY
৫ই জানুয়ারি, ইংলিশ সেন্টার এর ২৫ বছর পূর্তি। এই ইংলিশ সেন্টার কাকার কাছে শুধুমাত্র একটি সেন্টার ই নয় বরং এটা কাকার স্বপ্ন। ঠিক তেমনি আমার কাছে এই ইংলিশ সেন্টার একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, শুধুমাত্র আমার কাছে নয় ,এই ইংলিশ সেন্টার এর সকল ছাত্র ছাত্রী র জীবনে একটি বিরাট ভূমিকা পালন করেছে। আমি কাকার কাছে ক্লাস 7 থেকে পড়া শুরু করি, আর এখন আমি ক্লাস 11 এ পড়ছি। সেই 7-11এই সময় এর মধ্যে আমি কাকার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখিনি, কাকা একই রকম আছে।। কাকার mood কখন কেমন থাকবে তা কোনো দিন ই বুঝতে পারিনি, আসা করি কোনো দিন ই তা পারব না।। 7-11 পড়া চলাকালীন কাকার কাছে ভালোই মার খেয়েছি।। কিন্তু কখনো কাকার উপর রাগ হয়নি, বরং মার খাওয়ার পর হেসেছি, এতটুকুও লজ্জা ছিল না।। ইংলিশ এর প্রতি অতটাও ভালোবাসা ছিল না, কাকা দেখে আমার ইংলিশ এর প্রতি অনেক টাই ভালোবাসা জন্মেছে।। কাকা আমাদের কে অনেক শিখিয়েছে, এখনো শেখাচ্ছে। আমরা হয়তো শিখতে ত্রুটি রেখেছি কিন্তু কাকা কখন ই আমাদের কে শেখাতে কোনো রকম কোনো ত্রুটি রাখেনি।। জানি না কতটুকু ইংলিশ শিখেছি কিন্তু যতটুকু শিখেছি কাকার ভয়েই শিখেছি।। আমার মতে কাকার মতো এত ভালো শিক্ষক শুধুমাত্র আমার এলাকায় নয়, আমার জেলা তেও নেই।। ইংলিশ সেন্টার এর ২৫ বছর পূর্তি হলো, আমি চাই যে কাকা এই ভাবেই আরও ২৫ বছর এই ইংলিশ সেন্টার কে এগিয়ে নিয়ে যাক।। কাকা একজন খুবই ভালো শিক্ষক আর তার পাশাপাশি একজন ভালো মানুষ।। কাকা কে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি।। ইংলিশ সেন্টার এর জন্য অনেক শুভেচ্ছা রইল।।
SABNUR
সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের English Centre এর বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। আর আমাদের শিক্ষক অর্থাৎ কাকা এই প্রতিষ্ঠানের সাথে ২৫ বছর ধরে জড়িত রয়েছে। আমি যখন Class 9 উঠলাম তখন আমাদের একটা সিনিয়ার দিদির মুখ থেকে জানতে পারলাম English Centre এর কথা। ওই দিদির কথা শুনে আমি ওই Centere এ Admission নিয়ে নিলাম, এবং ওই সেন্টার সাথে যুক্ত হয়ে পড়লাম। আমি কিছুদিন পড়তে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমার দুর্বলতা পয়েন্ট গুলো , এবং কাকা আমার দুর্বলতার পয়েন্ট গুলোকে বেশি করে ফোকাস দিত এবং খুব সুন্দর করে গাইড দিতো যাতে করে ওই দুর্বলতা পয়েন্ট না থাকে । আমি নিজে বুঝতে পারলাম যে কাকার কাছে পড়তে এসে আমার অনেক Improve হয়েছে আশা করছি আরও Improve করার এবং আমি চাইবো আমার যে সকল ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকে এই English Centre পড়তে আসুক এবং আমরা সকলে একসঙ্গে মিলবন্ধন ভাবে থাকার আহ্বান করব। এবং আনন্দের সাথে পড়াশোনাটাও ঠিক একই রকম ভাবে চালিয়ে যেতে চাই।
কাকা তুমি ঠিক একই ভাবে আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের English Centre এর বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। আর আমাদের শিক্ষক অর্থাৎ কাকা এই প্রতিষ্ঠানের সাথে ২৫ বছর ধরে জড়িত রয়েছে। আমি যখন Class 9 উঠলাম তখন আমাদের একটা সিনিয়ার দিদির মুখ থেকে জানতে পারলাম English Centre এর কথা। ওই দিদির কথা শুনে আমি ওই Centere এ Admission নিয়ে নিলাম, এবং ওই সেন্টার সাথে যুক্ত হয়ে পড়লাম। আমি কিছুদিন পড়তে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমার দুর্বলতা পয়েন্ট গুলো , এবং কাকা আমার দুর্বলতার পয়েন্ট গুলোকে বেশি করে ফোকাস দিত এবং খুব সুন্দর করে গাইড দিতো যাতে করে ওই দুর্বলতা পয়েন্ট না থাকে । আমি নিজে বুঝতে পারলাম যে কাকার কাছে পড়তে এসে আমার অনেক Improve হয়েছে আশা করছি আরও Improve করার এবং আমি চাইবো আমার যে সকল ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকে এই English Centre পড়তে আসুক এবং আমরা সকলে একসঙ্গে মিলবন্ধন ভাবে থাকার আহ্বান করব। এবং আনন্দের সাথে পড়াশোনাটাও ঠিক একই রকম ভাবে চালিয়ে যেতে চাই।
কাকা তুমি ঠিক একই ভাবে আমাদের পাশে থেকো।
SOHAM DUTTA
আজ আমি খুব খুশি কারন আজ আমাদের 𝙴𝚗𝚐𝚕𝚒𝚜𝚑 𝙲𝚎𝚗𝚝re 25 বছর পূর্ণ করেছে (৫.১.২০২৩)। আগে ইংরেজি বলতে,একটু কম বুঝতাম কিন্তু ০১.০১.২০২২ তরিখে যখন আমি প্রথম পড়তে আসি তখন আমি বুঝতে পারি যারা পড়াশুনা করে তাদের জন্য আপনি ভালো আর যারা পড়াশুনা করেনা তাদের জন্য আপনি খারাপ। আজ আমি ক্লাস ৮-এ পড়ি আগের থেকে এখন অনেকটা ভালো ইংরেজি পারি আমি চায় আমি যত উচু ক্লাস উঠবো আপনার কাছে ইংরেজি পড়ব কারন আপনি খুব সুন্দর ভাবে পড়ান। ধন্যবাদ স্যার আমায় ইংরেজিতে অনেক ভালো ছাত্র হিসেবে করে গড়ে তুলতে ।
SNEHA DUTTA
আমি তখন class -7 এ পড়ি যখন আমি প্রথম English Centre - এ প্রবেশ করি। সালটা ছিল 2021। আর এখন 2023। দুটো বছর কেটে গেছে। এই দুটো বছর আগে আমি English-এর কিছুই পারতাম না। কিন্তু আজ আমার English সম্পর্কে কিছুটা জ্ঞান হয়েছে। সেই জ্ঞান হয়েছে একটা মানুষের জন্যই। তিনি হলেন সনাতন কাকু। কাকু না থাকলে হয়তো English ta এভাবে পড়তে ও শিখতে পারতাম না। কাকু যেমন আমাদের উপযুক্ত শাস্তি দেয় তেমনি খুবই ভালো বাসে। আর কাকুর লাঠিটা কে দেখলেই তো ভয় লাগে। প্রতি শনি ও সোম বার যখনই পড়তে যাই তখনই মনের মধ্যে ভয় লাগে। মনে হয় আজ বুঝি ওই লাঠির মার খাবো। কাকুর কাছে যেদিন পড়া থাকতো তার আগের রাতের পড়া দেখেই বাড়ির লোক বুঝে যেত কালকে কাকুর কাছেই পড়া। সেই 7 থেকে আজ এই 9 পর্যন্ত একবার মার খেয়েছি আর সেই মার টা হয়তো কোনোদিন ভুলতে পারবো না। কাকু যেমন আমাদের শাসন করে তেমনি কাকু কে আমরা খুবই ভয় করি। কিন্তু আমরা খুবই শ্রদ্ধা করি। কাকু আগে যেমন ছিল আজও তেমনি আছে, একটুও বদলায় নি। কাকুর mood কখন কেমন থাকে কেউ বলতে পারে না। কাকু যেমন হাসাতে পারে তেমনি কাদাতেও পারে। আগে আমি English Grammer - এর কোনো প্রশ্নের উত্তর দিতে পারতাম না। তাই মারের হাত থেকে বাঁচার জন্য অন্যের খাতা দেখে করতাম। কিন্তু আজ আমি English Grammar-এর উত্তর দিতে পারি এবং আমি নিজেই দিই। কাকু আমাদের একটা কথা বলে যে কোনো প্রশ্নের উত্তর করতে না পারলেও চেষ্টা করতে হবে। উত্তর টা ভুল হলে হবে। কিন্তু ভুলটাও নিজেই করতে হবে। আজ আমি এই ভুল করতে করতে English টা এখন পড়তে ও একটু একটু বলতে পারি। আমি জানি এই একটু একটু বলা ও পড়া পর্যন্ত যেমন আসতে পেরেছি তেমনি পরবর্তী কালে English টা আরও ভালো করে পড়তে, বলতে ও শিখতে পারবো। আমরা জানি কাকু যা করে আমাদের ভালোর জন্যই করে। কাকু আমাদের কে খুব ভালো বাসে তাই এত শাসন করে। কাকুর সম্পর্কে যত বলা হয় ততই কম। যাই হোক আজ কাকুর English Centre - এর 25 বছর পূর্ণ হলো এবং আমরা চাই তুমি যেনো আরও অনেক কিছু আমাদের শেখাতে পরো ও আরও অনেক বছর এভাবেই পড়াতে পরো। সবশেষে বলবো- You are our inspiration ☺️☺️
SAHAJUDDIN
আজ সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের English centre 25 বছর পূর্ণ করল। আর আমাদের দাদা 25 বছর এই দায়িত্ব পালন করছে।দাদা এখনও আগের মতোই আছে একটুও পরিবর্তন হয়নি। দাদার কখন কেমন mood এ থাকে সেটা বোঝা কঠিন।আগে অতটাও ভালো করে English পারতাম না কিন্তু এখন অনেকটাই ভালো English পারি। আমার English শিখতে পারার বেশিরভাগ কৃতিত্ব তোমার দাদা। তোমার কাছে পড়া থাকলে তার আগের রাতে ঘুম আসে না।আমার মা আমার পড়া দেখেই বুঝে যায় আমার তোমার কাছে পড়া আছে। তোমার কাছে অনেক মার খেয়েছি কারণ তুমি আমাদের ভালোর জন্যই আমাদের মারো। তোমাকে দেখে আমি inspire হয়েছি। তোমাকে আমরা সকলে যেমন ভয় পাই তেমনই শ্রদ্ধা ও করি। আমি আজ খুব খুশি তোমার 25 বছরের শিক্ষকতার জীবনে সাক্ষী হতে পেরে। দাদা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আরো 25 বছর পূর্ণ করো।
SANTANU MONDAL
সোনাতন কাকার ইংলিশ সেন্টার কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এই প্রতিষ্ঠানটি কাকার স্বপ্ন আজ সেই ইংলিশ সেন্টার ২৫ বছরে পদার্পন করল। দীর্ঘ ২৫ বছর অনেক সৃতি জরীয়ে আছে কাকার সঙ্গে কাকার ইংলিশ সেন্টারে।
আমি প্রথম যেদিন কাকার কাছে পরতে গেলাম সেদিন কাকার সাথে কথা বলতে ভয় পেতাম পরে কাকার কিছু শিক্ষখ ও ছাত্র সম্পর্কিত বক্তিতা আমার ভয় দূর করল যা পরে আস্তে-আস্তে কাকার সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্কে গড়ে তুলতে সাহায্য করল।
তার পরে আমি যতোটা ইংলিশ শিকেছি তা পুরোটাই কাকার লাঠির ভয়ে। তাই মাঝে-মাঝে কাকার ওপর খুব রাগ হতো এবং এখনও হয় এবং যতোদিন বাঁচব ততদিন হবে।
আমি এখন বুঝি যে কাকার সাথে যে যতো ভালো ভাবে ভয়ে চুপ না থেকে সম্পর্ক গরে তুলতে পারবে ততদিন সে ইংরেজীর কোনো ধারনা শিকতে পারবে না।
শুধু এটাই বলি কাকার সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে তোল এবং ইংলিশ সেন্টারে ইংলিশ শেখ।।
I LOVE YOU SONATAN KAKA
প্রিয় দাদা, ইংলিশ সেন্টারের রজত জয়ন্তী উপলক্ষে অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। দাদা তুমি আমার জীবনের পথপ্রদর্শক।আমি গর্বিত যে,তোমার মত শিক্ষাগুরুর সানিধ্যে আসতে পেরেছিলাম।তুমি আরও অনেক বড় হও।
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, তুমি অভিভাবক হয়ে ভালোবাসা এবং শাসন করে সকলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যাও।
Amer moto student ra tomaka na pala kono diny ato valo English sikhta parbhaa naa tomer moto ato responsibility niya ato valo kora guide kora amka poriyacho ter jonno ami dhoyo kaku ar ami tomar kacha portam ar jonno ami akhon proud fill kori kaku
দাদা আমরা তোমার এই সাফল্যে গর্বিত। তুমি কদিন আগে যে সমস্যা থেকে বেরিয়ে এসেছো, তারপর এই সাফল্য। এটা প্রমাণ তোমার জীবনের বৃত্ত আরও মজবুত হলো। আমরা একজন আদর্শ শিক্ষককে পেলাম।
Your commitment to excellence, innovative teaching methods, and passionate educators have earned the trust and admiration of the Students community. Thanks for enriching our lives with the power of language. Cheers to your remarkable journey!
আমার কাছে সবথেকে মূল্যবান মানুষটা আমার স্বামী সে জীবনে অনেক কষ্ট করেছে। সারাদিন ইংলিশ সেন্টারের ছাত্র-ছাত্রী নিয়ে ভাবনা চিন্তা করে। ইংলিশ সেন্টারে অনেক ছাত্র -ছাত্রী নিজের হাতে তৈরি করেছে। ঝড় বৃষ্টি মেঘ কোনো কিছু মানে না। সে ইংলিশ সেন্টারের সাফল্যের জন্য দিন রাত পরিশ্রম করে, সব সময় ছাত্র-ছাত্রীদের কাথায় চিন্তা করে কিভাবে তারা ভাল রেজাল্ট করবে কি ভাবে ইংলিশ শিখবে। রাত জেগে ছাত্র-ছাত্রীদের জন্য বই লেখে। তুমি খুব ভালো থেকো। Love you
FULL
BIO-DATA / CV / PROFILE
Sonatan Ghosh, English Teacher,
M.A. in ENGLISH, D.E.L.T. Author
F Director of English Centre & English World International
F Ex-Guest teacher of
SARISHADANGA DR. SHYAMA PROSAD H.S. SCHOOL (H.S.)
F Exam controller of Srishti Talent Search Exam
F Adviser of Swamiji Mission
F Date of Birth : 28.04.1978
F Gender : MALE
BIO:
I was honoured with National Education Excellence Award in Delhi, Mumbai, Pune and Inspirational Educator Honour from Nigeria and I am also the Author of many books and Founder and Director of English Centre and the Director of English World International. I am also an Ambassador of Yes You Can International in India. English Centre is also collaborated with Yes You Can International, UK by Dr. Elizabeth Lucas II
I am an English teacher. I set up "English Centre" on January 5, 1998, keeping in mind the needs of the students in the area, so that students could learn English and make good results in English. I have already the opportunities of teaching more than 11,215 students. On January 5, 2022, my "English Centre" completes its 25th year.
I am a writer. I have written seven books on English Grammar, Writing (Composition) & Poems (Anglo-Bengali Version).
The list of my books :
i) Father of Tense and Sentence (2006) for classes V to XII
ii) Automatic Success on Poems (2007) for Madhyamik candidates class IX & X
iii) Step to English (2013) for all classes, iv) Way to English (2023) for XI & XII (Higher Secondary Examinations)
v) Shortcut of English Grammar (2013) for all classes
vi) English Grammar Innovation (2021) for Primary school, High School, College, University students, and job-seeking students (Competitive Exams)
vii) Writing Skill Improvement (2023) High School, College, University students, and job-seeking students (Competitive Exams) for School, College and University students and job-seeking students (Competitive Exams)
viii) Relationship Matters (2023) (Published in United Kingdom)
I was a Guest English Teacher at Srishadanga Dr. Shyama Prosad High School (H.S.), Nadia , West Bengal.
I hold a good 25+ years of teaching experience. I even guide many students in achieving goals in life.
Moreover, I'm associated with a number of National and International Educational Organizations for empowering education.
EDUCATION
Master Degree (M.A.) in English
Diploma in English Language Teaching (D.E.L.T.)
Teacher training Completion certificate from Google India
Certified Microsoft Innovative Educator
DESIGNATIONS
Founder of English Centre
Director of SOCIAL CRAFT –International Institute for Advanced Academics– Soft Skills & Life Learning (For Nadia District, West Bengal) by T.P.Sasikumar, former ISRO Scientist.
Director of English Centre
Adviser of Swamiji Mission
Exam-controller of Srishti Talent Search Exam
Ambassador of Yes You Can International, United Kinddom
ACHIEVEMENTS
Honoured with
F National Education Excellence Awards, Mumbai
F Inspirational Educator Honour from Nigeria
F Education Excellence Awards, New Delhi
F National Education Excellence Achievers Award, Pune
F All India Conference Awards, Delhi, Punjab & Mumbai
F Best Ideal Teacher Award from Hydrabad
F Award for Contribution to the Research & Development in Academic from Indonesia
F International Conference Awards
F Kites Wisdom Award & Yuva Innovative Educator Award, New Delhi
F Awarded by ZIIEI (Sri Aurobindo Society, associated with HDFC Bank)
F Teacher training Completion certificate from GOOGLE
F Director of SOCIAL CRAFT –International Institute for Advanced Academics For
Nadia District, West Bengal) appointed by T.P.Sasikumar, former ISRO Scientist.
F Certificate from Yes You Can International (United Kingdom)
F An Ambassador of Yes You Can International (U.K.) by Dr. Elizabeth Lucas II
Author of
F Father Of Tense & Wh-Questions
F Short Cut of English Grammar,
F Automatic Success On Poems
F Step to English, Way to English
F English Grammar Innovation and
F Writing Skill Improvement
Comments
Post a Comment