WAITING FOR YOUR WISHES *** ইংলিশ সেন্টার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা
It is very recent that I got your contact and we initiated communication. You were kind to invite me to be part of celebrating the 25th anniversary of your English Centre with your students on 5th January 2022. I am impressed by the commitment and all alone persuasion in serving the small community around you in the past 25 years.
I enjoyed interacting with your students. It is nice to see your students who were with you as school students are postgraduates, that too in English are in the profession of teaching. Glad to see the English communication and a bit of curiosity in a planned session which is much beyond my expectations as most of the common students around in India lack this ability, that too from a non-cosmopolitan city like yours.
I believe our communication is initiated after you contacted me after meeting me as a speaker at a seminar you attended. It is sad to see any of your students communicated after the interaction, showing the networking initiative of your folks is too less. This cultural gap needs to be fused for the children to make their sky with their wings. I am working towards making the youth of today more open in networking as the first step of improving communication and wider knowledge sharing.
Glad to learn that you are planning to publish a book on 25th-year celebration describing your journey. I wish to place in the record my word of appreciation and your initiative and wish you a longer brighter journey.
DrTPS, Hyderabad, India
UTTAM KUMAR BISWAS প্রধান শিক্ষক
সরিষাডাঙ্গা ড: শ্যামা প্রসাদ হাই স্কুল
সত্যিই অবাক করার মতো বিষয়, একটানা ২৫বছর ইংরাজির মতো বিষয় অত্যন্ত সুনামের সঙ্গে পড়িয়ে যাওয়াটা একটা মুখের কথা নয়, এটা একটা সাধনা, একটা গবেষণাও বটে। সুনাম শুধু এলাকায় নয় ছড়িয়ে পড়েছে দিকদিগন্তব্যাপি, এটা শুধু তোমার গর্ব নয়, আমাদেরও। এই ২৫বছরে তোমার নিরোলোশ প্রচেষ্টায় লাখো ছাএছাএীদের মন ছুঁয়ে গেছে, তাদের প্রতিষ্ঠা দিয়েছে। আমার স্কুলেরও সুনাম দিয়েছো, বেশ কিছু দিন আমার স্কুলের পাঠদানও করেছো, এজন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তোমার ইংরাজি grammar আজ আন্তর্জাতিক সন্মান এনে দিয়েছে, এটা কি কম কথা? আমিও গর্বিত তোমার শিক্ষক হিসাবে, আশির্বাদ জানাই তুমি আরো ২৫বছর ঠিক এইভাবেই ইংরাজি পাঠদান চালিয়ে যাও, ৫০বছর হয়তো আমি দেখতে পারবোনা, তবে ২৫বছর উদযাপন নিশ্চয়ই উপস্থিত থাকতেপারবো এই আশারাখছি।
একটা বিপ্লবের প্রয়োজন ছিল
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
ছাত্র-ছাত্রী স্টার পেয়েছে অথচ ইংরেজিতে ব্যাক। দূর-দূরান্তে আমাদের এলাকারছাত্র-ছাত্রীদের ইংরেজি পড়তে যেতে হতো। অথচ পরীক্ষা শেষে রেজাল্ট দেখা যেত ইংরেজিতে ব্যাক। খুবখারাপ লাগত। এই শূন্যতা দীর্ঘদিন ছিল। তারপর তুমি যখন ইংরাজী পড়ানো শুরু করলে তখন থেকেই ছাত্র-ছাত্রীর রেজাল্টের পরিবর্তন ঘটল।ইংরেজিভীতি দূর হলো।এখন তা বলার অবকাশ রাখেনা। তোমার শাসন এবং ভালোবাসা ইংরেজির সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। "একটা বিপ্লবের প্রয়োজন ছিল!"
আজ তুমি স্বমহিমায় প্রতিষ্ঠিত। দেশ-বিদেশে তোমার নাম উচ্চারিত। তোমার শিক্ষায় ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চমর্যাদায় প্রতিষ্ঠিত। এমনটা কয়জন পারেবল!
Arnab Ghosh
তখন ক্লাস এইটে পড়ি। অন্যান্য বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও, ইংলিশ কঠিনই লাগতো, বিশেষ করে গ্রামার পার্ট।
কোনো একদিন স্কুলের ইংলিশ ক্লাস চলাকালীন এক মাষ্টারমশাই random কিছু phrasal verbs solve করতে দেন। বিষয় বস্তু কিছুই বুঝতে না পেরে frustrated hoye গিয়েছিলাম, তাই একটাও খাতায় টুকিনি। সেটা আমাদের ওই স্যারের চোখে পরে এবং তিনি রীতিমত আমাকে পিটুনি দেন। সেইদিন খুব খারাপ লেগেছিলো যে, ক্লাসে মার খেলাম!
যারা ওনার কাছে পড়তো তারা টিউশনে ওগুলো করেছিল, সেই কারণে তারা ওগুলো করতে পেরেছিল। সেইদিন ঠিক করি ইংলিশ শিখতেই হবে। তখনো তোমার কথা জানিনা। আমার এক বন্ধু সৌরভ ঘোষ আমাদের গ্রাম থেকে প্রথম তোমার কাছে পড়তে যায়, ও তখন ক্লাস 11 এ পড়ে আর আমি 9 এ। ওর মাধ্যমে তোমার সন্ধান পাই।
শনিবার সকাল 9 টা, সেই ছিল প্রথম পড়ার দিন।
প্রথম দিন থেকে তোমার লাঠিকে যেমন ভয় পেতাম, তেমনি তোমার কথা গুলোকে ভরসা করতাম দাদা।
আমি ধরেই নিয়েছিলাম, তুমি যা পড়াবা সেটাতেই আমার সব হবে। ফাদার অব টেন্স বাদ দিয়ে কোনো গ্রামার বই পড়িনি আমি আর সব থেকে ভালো লেগেছিলো যখন ক্লাস 9 এর বাৎসরিক পরীক্ষায় ইংলিশে highest marks পেলাম।
তুমি ছিলে বলেই আজকে এই বিশাল বিষয় টার প্রতি ভালোবাসা জন্মেছিল।
আমাদের মত গ্রাম্য এলাকার মত ছাত্র ছাত্রীদের জন্য , সেই ছাত্র ছাত্রী যাদের অধিকাংশই কৃষক,দিনমজুর পরিবারের তাদের জন্য গত 25 বছর ধরে বট বৃক্ষের মত দাঁড়িয়ে আছো তুমি আর ইংলিশ সেন্টার।
তোমার অবদান গুলো কে কয়েক লাইনে ব্যাখ্যা করা সম্ভবপর নয়।
কারণ , Words can describe events not emotions.......
The emotion you have for the growth and development of students from rural region is beyond any compliments.
You make us believe that in life anything can be achieved by determination and dedication..... The line,, " be serious and get ready" is a strong source of inspiration. This line means that we can always start fresh from beginning.
You don't teach just a subject, rather you justify the ideal way to be followed by a student in every possible sphere of life.
I salute your greatness, generosity and dedication.
প্রণাম নিও দাদা।
অমিত বিশ্বাস
ইংলিশ সেন্টার এটি কেবল মাত্র একটি প্রতিষ্ঠান না, এটি আমাদের প্রিয় দাদার স্বপ্ন| আজ সেই ইংলিশ সেন্টার 25 বছর পূর্ণ করল| এই পঁচিশ বছরে দাদা ও অনেক ছাত্রছাত্রী স্মৃতি জড়িয়ে আছে এই ইংলিশ সেন্টার এর সঙ্গে| তেমনি আমারও অনেক স্মৃতি জড়িয়ে আছে দাদার সঙ্গে| আমার প্রথম ইংরেজি সম্পর্কে স্পষ্ট ধারণা হয় দাদার কাছ থেকেই| আজ আমি ইংরেজি যেটুকু শিখেছি তা কেবল মাত্র দাদার জন্যই| দাদার উৎসাহ এবং লাঠি আমাকে ইংরেজি শিখতে অনেক সাহায্য করেছে| শুধু আমি নই আমার মত অনেকেই আছে যারা শুধুমাত্র দাদার লাঠির ভয়ে ইংরেজি বিষয়কে গুরুত্ব দিয়ে পড়েছে| সনাতন ঘোষ এই নামটার প্রতি কেন জানিনা ছোটবেলা থেকেই একটা শ্রদ্ধা কাজ করেছে| কিন্তু দাদার প্রতি আমার ভালোবাসার পাশাপাশি অনেক রাগ হয়েছে যা হয়তো কোনদিনও মিটবে না| জানি দাদা যা বলে সবই আমাদের ভালোর জন্যই তবুও এই রাগটা থেকে যাবে| এত মারলে রাগ থাকাটা স্বাভাবিক| যেহেতু শব্দসীমা একশো কুড়ি টি তাই আমার মনের সব কথা লিখতে পারলাম না। কিন্তু যাই হোক ইংলিশ সেন্টারের 25 বছর পূর্তির জন্য তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা| এই ভাবেই আমাদের মত গরু ঠেঙিয়ে মানুষ করতে থাকো। আমরা শীঘ্রই যেন 50 বছর পূর্তি অনুষ্ঠান পালন করতে পারি সেই অপেক্ষায় রইলাম।।
Moumita Roy মৌমিতা রায়, খরেরমাঠ
আজ হোলো 5th January ,2022 বছর টা খুব একটা ভালো না covid এর জন্য স্কুল বন্ধ কিন্তু এর মধ্যে সবথেকে আনন্দের হচ্ছে আজ আমাদের English centre পঁচিশ বছর পূরণ করল মানে আজ আমাদের English centre এর পঁচিশ তম জন্মবার্ষিকী Happy Birthday our happy place, English centre। আর সবথেকে বড় কথা দাদা দীর্ঘ পঁচিশ বছর ধরে এই দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি ক্লাস 9 এ English centre এ admission নিই ।আর এখন আমি ক্লাস 12 এ পড়ি । খুবই অল্প দিনের সম্পর্ক পঁচিশ বছরের তুলনায় কিন্তু এই তিনবছরে দাদার একটুও change পাইনি সেই ক্লাস 9 এ যেমন দেখেছিলাম আজও ঠিক তেমনি। দাদার কাছে মার খেয়েছি কিন্তু এখন প্রশ্নটা হলো সেটা গর্বের সাথে বলছি কি করে ? সত্যি বলতে দাদার কাছে মার খেতে বেশ মজাই লাগে। আর দাদা কোনদিন কেমন mood এ থাকে সেগুলো বোঝার জন্য আমরা কিছু symbol খুঁজে নিয়েছি যেমন দাদার entry, দাদার গাড়ি parking । আর এগুলোই আমাদের সাবধান করে দিত আগে থেকে। আগে বড়দিদি, দাদা দের দেখেছি 11 এ ওঠার পর বাংলা, ইংলিশ পড়তে যেত না , কিন্তু আমার ক্লাস 11 এ ওঠার পর থেকে একদিন ও মনে হয়নি যে আজ এমনি পড়া কামাই করি আজ বুঝছি ওরা পড়া কামাই কেনো করতো কারণ ওরা আমাদের দাদার কাছে পড়ত না। হাঁ আমরা আমাদের শিক্ষক কে দাদা বলি কারণ তেনাকে আমরা কোনদিন স্যার বলতেই পারি নি আর কেও কেও বললেও দাদা তাদের বারণ করতো - দাদার এই personality টা আমায় খুব attract করে। আর আমরা পড়া করে না গেলে দাদার কাছে ওষুধ থাকত সেই ওষুধ টাও ভারী ভালো চা খাওয়াতো আমাদের বাজারে নিয়ে গিয়ে এই চা সেই চা না একদম excercise করতে করতে যেতে বাজারে আর হাত দুটো থাকত কানে😁😁। আর সবথেকে আনন্দের কথা এই সৌভাগ্য আমদের হয়নি। তাই ভগবানের কাছে প্রার্থনা করি আর যেনো এই সৌভাগ্য না হয়। আর দাদার মারের স্টাইল ও ছিল একদম অন্যরকম (ওষুধ টা সেই কার্যকরী)। যাই হোক অনেক কথা হলো সত্যি বলতে দাদা তুমি যে আমার কাছে কি সেটা I can't express. You are my inspiration. এককথায় বলা যেতে দাদা আমদের national, International সব শিক্ষক এর থেকেও বেশি...। আর আমি আজ আরও বেশি খুশি কারণ এইটা আমাদের last year আর আমরা তোমার এই 25 বছর শিক্ষকতা জীবনে সাক্ষী এইটা ভেবে । দাদা তোমার সাথে যে বন্ধন তৈরি হয়েছে যেটা না ভাঙার না ভোলার । যদি কিছু English শিখে থাকি তাহলে পুরোটাই তোমার জন্য তার পুরো কৃতিত্ব তোমার । সারাজীবন শুধু এটাই চাইবো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে যেনো আর 25,50,... বছর কেটে যায়।
English Centre Contact details
Ph. & WhatsApp : 9732967904
E-mail : englishcentre1998@gmail.com
Website : www.englishcentre.page4.me
Facebook : https://www.facebook.com/profile.php?id=100005925795170
Facebook page (ASK QUESTION ON ENGLISH GRAMMAR) :
https://www.facebook.com/ENGLISHDISCUSS
Youtube : https://www.youtube.com/@blackboardworld
Comments
Post a Comment