Posts

Showing posts from May, 2024

সকলের পরিচয় কীভাবে পাবেন...

Image
সকলের পরিচয় কীভাবে পাবেন... আমরা সকলে মানসিকতা বা দৃষ্টিভঙ্গির দাস। এর বাইরে কিছু ...? একটি সুসজ্জিত ঘরে অনেক নামী দামী জিনিস রয়েছে। ঘরের মালিক ঘরটি সম্পর্কে মতামত জানার জন্য অনেককে আমন্ত্রণ জানালেন।  আমন্ত্রিত ব্যক্তিদের তিনি শর্ত দিলেন এক, এক জন ভিন্ন ভিন্ন সময়ে ঘরে প্রবেশ করবেন এবং তাদের নিজস্ব মতামত লিপিবদ্ধ করবেন ঘরের মধ্যে রাখা একটি ডাইরিতে।  নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট  সময় অনুযায়ী আমন্ত্রিত ব্যক্তিরা একে একে সেই ঘরে প্রবেশ করলেন এবং তাদের মতামত সেই ডাইরিতে লিপিবদ্ধ করলেন। প্রথম ব্যক্তি:   প্রথমে একজন সাধু সেখানে প্রবেশ করলেন। সুসজ্জিত কক্ষ দেখে তিনি অভিভূত হলেন এবং তিনি ডাইরিতে লিখলেন ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনি এই সুসজ্জিত কক্ষে আনন্দে দিন কাটান এবং আরো এরকম সুসজ্জিত কক্ষ আপনি বানিয়ে সকলকে আনন্দ প্রদান করুন। দ্বিতীয় ব্যক্তি: একজন ধোনি অর্থলোভী ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সুসজ্জিত কক্ষ দেখে আঁতকে  উঠলেন এবং তিনি লিখলেন ঘরের প্রতিটি কোণে রাখা সুন্দর জিনিসগুলির দাম বা মূল্য কত আমি জানতে চাই। কেননা মূল্য অনুযায়ী জিনিসটা কত সুন্দর তা আ...

**মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তুমি একজন বিমান যাত্রী।*

Image
  * সকলের পড়ার অনুরোধ রইল । * ** মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তুমি একজন বিমান যাত্রী। * (আপনার সন্তান যদি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকে তাহলে তাকে এই কথাগুলো বলার জন্য অনুরোধ রইল।) ভবিষ্যতে যদি এগিয়ে যেতে চাও ...* 1. রেজাল্ট কি হয়েছে সেটা অতীত যা কখনো কেউ পাল্টাতে পারবে না। তাই সেটা নিয়ে ভাববে না । 2. পরবর্তী ধাপ উচ্চ মাধ্যমিক , উচ্চমাধ্যমিক ভালো রেজাল্ট করতে পারলে জীবন পাল্টে যাবে । 3. অনেকে যেভাবে পরীক্ষা দিয়েছো অথচ আশানুরূপ সেইভাবে ফল পাওনি - অনেক সময় কি হয় , সব টিচার একই রকম মানসিকতা নিয়ে খাতা দেখেন না। সে কারণে অনেকের মার্কস কম বেশি আসতে পারে । 4. মার্কস কম বেশি পেয়েছো বলে এটা মনে করোনা যে তোমার ট্যালেন্ট নেই। হয়তো তোমার ট্যালেন্টের সঠিক মূল্যায়ন হয়নি। এমনটা অনেক বছর মাধ্যমিকে হয়ে থাকে । 5. মাধ্যমিকের রেজাল্ট উপর ডিপেন্ড করে তুমি আর্টস , কমার্স না সায়েন্স নেবে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উপর ডিপেন্ড করবে তোমার জীবন , ভবিষ্যৎ কেমন হবে। তাই ...