সকলের পরিচয় কীভাবে পাবেন...

সকলের পরিচয় কীভাবে পাবেন... আমরা সকলে মানসিকতা বা দৃষ্টিভঙ্গির দাস। এর বাইরে কিছু ...? একটি সুসজ্জিত ঘরে অনেক নামী দামী জিনিস রয়েছে। ঘরের মালিক ঘরটি সম্পর্কে মতামত জানার জন্য অনেককে আমন্ত্রণ জানালেন। আমন্ত্রিত ব্যক্তিদের তিনি শর্ত দিলেন এক, এক জন ভিন্ন ভিন্ন সময়ে ঘরে প্রবেশ করবেন এবং তাদের নিজস্ব মতামত লিপিবদ্ধ করবেন ঘরের মধ্যে রাখা একটি ডাইরিতে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময় অনুযায়ী আমন্ত্রিত ব্যক্তিরা একে একে সেই ঘরে প্রবেশ করলেন এবং তাদের মতামত সেই ডাইরিতে লিপিবদ্ধ করলেন। প্রথম ব্যক্তি: প্রথমে একজন সাধু সেখানে প্রবেশ করলেন। সুসজ্জিত কক্ষ দেখে তিনি অভিভূত হলেন এবং তিনি ডাইরিতে লিখলেন ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনি এই সুসজ্জিত কক্ষে আনন্দে দিন কাটান এবং আরো এরকম সুসজ্জিত কক্ষ আপনি বানিয়ে সকলকে আনন্দ প্রদান করুন। দ্বিতীয় ব্যক্তি: একজন ধোনি অর্থলোভী ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সুসজ্জিত কক্ষ দেখে আঁতকে উঠলেন এবং তিনি লিখলেন ঘরের প্রতিটি কোণে রাখা সুন্দর জিনিসগুলির দাম বা মূল্য কত আমি জানতে চাই। কেননা মূল্য অনুযায়ী জিনিসটা কত সুন্দর তা আ...