আজকের লেখাটা অভিভাবক ও অভিভাবিকাদের উদ্দেশ্যে
আজকের লেখাটা অভিভাবক ও অভিভাবিকাদের উদ্দেশ্যে আমার এই লেখাটা একটু গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইলো … মাধ্যমিক জীবনের প্রথম একটা ধাপ। এই ধাপটা মাধ্যমিক ক্যান্ডিডেটরা পার করে ফেলেছে ধরে নেওয়া যেতে পারে - শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। সামনে বড় আর একটা ধাপ - উচ্চ - মাধ্যমিক। উচ্চমাধ্যমিকে যদি তারা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তাদের জীবনটাই বদলে যাবে। কিন্তু অনেক সময় দেখেছি বা যা ঘটছে সেটা হলো অনেক অভিভাবক / অভিভাবিকা আছেন যারা , তাদের সন্তানকে মাধ্যমিক পাশ করার পরে পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন যার ফলে তারা পড়াশোনার বাধা ছকে পড়াশোনা করছে না এবং ধীরে ধীরে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ও বিপথে চলে যাচ্ছে। আপনার সন্তান ভবিষ্যতে হতে পারে WBCS officer, Doctor, Engineer, SDO, BDO, DM, হতে পারে বড় কোনো অফিসার। সর্বোপরি হতে পারবে একটা ভালো মানুষ যে এই সমাজকে কিছু দিতে পারবে। আপনার সঠিক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আপনার সন্তানের ভবিষ্যৎ। মাধ্যমিকের পরে আপনার সন্তানকে ...